শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২১, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম থেকে চুরি হওয়া শিশু হবিগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ২ !

রাজু চৌধুরী : [২] একটি সফল অভিযানে চট্টগ্রাম থেকে কৌশলে চুরি করে নিয়ে যাওয়া ৮ মাস বয়সী এক শিশু উদ্ধার ও ০২ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।

[৩] মঙ্গলবার (০১ জুন) পুলিশ জানায়, একটি শিশু নিখোঁজের মামলার তদন্তে নেমে কোতোয়ালী থানা টিম তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহরণকারীর চক্রটি সিলেট কোতোয়ালী থানা এলাকায় অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়। পরবর্তীতে সিলেট কোতোয়ালী থানার পুলিশের সহযোগিতায় হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা হতে অপহৃত ০৮মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে উদ্ধার করে।

[৪] এই ব্যাপারে, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ জেলার, বাহুবল থানার তিতারকোনা মো. খলিল মিয়ার পুত্র
[৫] মোঃ ইসমাইল(৩৫) ও সুলতানা বেগম সুমি (২৬)। তিনি হবিগঞ্জ জেলার, চুনারুঘাট থানার দক্ষিণ নলপটি এলাকার ইদ্রিস মিয়ার মেয়ে। তার স্বামীর নাম মো. খোকন। বর্তমানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে বসবাস করে। ওসি নেজাম উদ্দীন আরও জানান,

[৬] ১২ ডিসেম্বর ২০২০ তারিখ সিএমপি’র কোতোয়ালী থানাধীন রেলওয়ে ষ্টেশন কলোনীস্থ বাসায় এসে ০৮ মাস বয়সী শিশু মোঃ ফারহানকে তার মা তসলিমা ঝর্ণা (২০)এর কোল হতে নিয়ে আদর করতে থাকে এবং বাসার কাজে ব্যস্ততার সুযোগে চোখের পলকেই ০৮ মাস বয়সী শিশু মোঃ ফারহান’কে নিয়ে সুলতানা বেগম সুমি (২৬) উধাও হয়ে যায়।

[৭] পরবর্তীতে শিশু ফারহানের বাবা ও মা সম্ভাব্য আশপাশের স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় অভিযোগ করলে সেই অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। তারপর উদ্ধারে চেষ্টা অব্যাহত রাখে পুলিশ। শিশু চোর সুমি ৫,০০০/- টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করে দিলেও মাত্র ৯০০/- টাকা নিতে সক্ষম হয় বলেও জানান ওসি নেজাম উদ্দীন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়