শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৪:৪০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৪:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানি টেলিভিশন থেকে সরানো হলো বিখ্যাত সাংবাদিক হামিদ মিরকে, নিন্দা ও সমালোচনা আন্তর্জাতিক সংগঠনগুলোর

আসিফুজ্জামান পৃথিল: [২] পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজে ক্যাপিটাল টক নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করতেন দেশটির প্রখ্যাত সাংবাদিক হামিদ মির। গতকাল সোমবার চ্যানেল কর্তৃপক্ষ তাকে ওই অনুষ্ঠান উপস্থাপনা থেকে সরিয়ে দিয়েছে। অন্য একজন সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক আয়োজনে পাকিস্তান সেনাবাহিনীর সমালোচনা করার কয়েক দিনের মধ্যে তাঁকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জিও কর্তৃপক্ষ। আল-জাজিরা

[৩] হামিদ মির জানান, জিও নিউজ কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, তিনি আর ‘ক্যাপিটাল টক’ উপস্থাপনা করছেন না। তাদের ওপর ভীষণ চাপ সৃষ্টি করা হয়েছে। তবে তারা জানায়নি, এ চাপের পেছনে কারা রয়েছে। হামিদ মিরকে জনপ্রিয় ক্যাপিটাল টক অনুষ্ঠানের উপস্থাপনা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জিও নিউজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। তাকে সরিয়ে দিতে চাপ থাকার কথাও স্বীকার করেছে চ্যানেলটি। বিবিসি

[৪] গত সপ্তাহে ইসলামাবাদে নিজ বাড়িতে পাকিস্তানি সাংবাদিক আসাদ আলী তুরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক আয়োজনে দেশটির সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সমালোচনা করেছিলেন হামিদ মির।

[৫] হামিদ মির বিবিসিকে বলেন, পাকিস্তানের সাংবাদিকদের উপর হুমকি বাড়ছে। তিনি জানান, তার স্ত্রী ও কন্যাকেও হুমকি দেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়