শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৭৬৫, সুস্থ ১৭৭৯

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন। সোমবার ৩৬ ও রোববার ৩৪ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১২ হাজার ৬৬০ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১,৭৬৫ জনকে শনাক্ত করা হয়েছে। এপর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ২,৩০৫ জন।

[৩] ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ১৫ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে দুজনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, চার জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১০ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ২৪ জন। এদিকে মারা যাওয়া ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৫ জন। এছাড়া চট্টগ্রামে ১১, রাজশাহীতে ৬, খুলনায় ৪ ও বরিশালে ২ ও সিলেটে ৩ জন মারা গেছেন। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

[৪] এছাড়া গত একদিনে ১৮ হাজার ৫৩৬ জনের নমুন সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৮,২৫০ জনের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এপর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৮,২৫০টি নমুনা পরীক্ষা করে আরও এক হাজার ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার নয় দশমিক ৬৭ শতাংশ।

[৫] ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,৭৭৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ১৫১ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৯ লাখ ৬৫ হাজার ৭৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়