শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ১০:০১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২১, ১০:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন ফরমেটেই বাদ আসগর; অধিনায়ক ছাড়াই সহ-অধিনায়কের নাম ঘোষণা

স্পোর্টস ডেস্ক: [২] আফগানিস্তান ক্রিকেটে অধিনায়ক বদল খুব একটা নতুন ঘটনা না। আবারো তিন ফরম্যাটের নেতৃত্বই পরিবর্তন করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

[৩] গত ২০১৯ বিশ্বকাপে হঠাৎ অধিনায়ক করা হয় গুলবাদিন নাইবকে। তার নেতৃত্বে বিশ্বকাপে ভরাডুবির পর নেতৃত্ব তুলে দেওয়া হয় রশিদ খানের হাতে। তাকে সরিয়ে ২০১৯ সালের ডিসেম্বরে অধিনায়ক করা হয় পুরানো অধিনায়ক আসগর আফগানকে।

[৪] এবার আবারো আসগরকে অব্যাহতির ঘোষণা দিয়ে টেস্ট ও ওয়ানডের নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে আফগান বোর্ড। টেস্ট ও একদিনের ক্রিকেটে এখন থেকে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন হাশমতউল্লাহ শহীদী। এই দুই ফরম্যাটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রহমত শাহ। রহমত শাহ এর আগে টেস্টের অধিনায়ক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

[৫] এদিকে টি-টোয়েন্টিতে আফগান দলকে নেতৃত্ব দিবেন সেটা জানাইনি বোর্ড তবে এই ফরম্যাটে দলের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে এসিবি। সহ অধিনায়ক করা হয়েছে সাবেক অধিনায়ক রশিদ খানকে।

[৬] এদিকে আসগর আফগানের বাদ দেওয়ার কারন বলা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ভরাডুবির কারণে। এসিবি জানায়, জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে আফগানিস্তানের পরাজয়ে আফগান অধিনায়কের কিছু সিদ্ধান্তের কারণে দায় আছে।

[৭] ঐ পরাজয়ের পর এসিবি তদন্ত সাপেক্ষে আসগরের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয়েছে। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়