শিরোনাম
◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ০১:১৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অমি রহমান পিয়াল: বঙ্গবন্ধু বুকে গুলি খাইয়া নিহত আর জিয়া পিঠে গুলি খাইয়া শহীদ!

অমি রহমান পিয়াল: অনেকেই মাঝে মাঝে জিগায়, ভাই জিয়াউর রহমানের নামের আগে শহীদ কথাটা কেন ব্যবহার করা হয়। বুকে আর পিঠে গুলি খাওয়ার তফাৎটা উপেক্ষা করলে বঙ্গবন্ধু এবং জিয়ার হত্যাকাণ্ডে সেনা অফিসাররাই জড়িত। কিন্তু বঙ্গবন্ধু বুকে গুলি খাইয়া নিহত রাষ্ট্রপতি আর জিয়া পিঠে গুলি খাইয়া শহীদ রাষ্ট্রপতি- এই পার্থক্যের হেতু কী! প্রশ্নটা যতো বেশি স্পর্শকাতর, উত্তরটা তার চেয়েও বেশি।

মোটা দাগে বললে, বিএনপি এবং তার নেতারা জিয়ার মৃত্যু নিয়ে একটা মশকরা করে। নির্মম রসিকতা যারে বলে। বঙ্গবন্ধুর খুনিদের কখনও বিচার করা যাবে না এই ইনডেমনিটি দিয়াও ঠেকানো যায়নি। বাংলার মাটিতে তার হত্যার বিচার হইছে, খুনিরা শাস্তি পাইছে। ঘটনাটা ঘটায়াই ছাড়ছেন শেখ হাসিনা। আর অন্যদিকে জিয়ারে শহীদ উপাধি দিয়া তার বিচার চাওয়ার বাসনা নগদেই মাটি চাপা দিয়া দিছে বিএনপি। বেগম খালেদা জিয়া ১৫ আগস্ট তার নবযৌবন পালন করেন জন্মদিনের আদলে। জাতির পিতার হত্যাকাণ্ডের প্রতি নির্মম সমর্থনে আনন্দ উদ্যাপনের কী দারুণ উপলক্ষ্য। খুনিদের আগ্নেয়াস্ত্রের সামনে সিনা উচু কইরা দাড়ানো বঙ্গবন্ধু বুকে গুলি খাইছেন। ময়না তদন্তের রিপোর্ট তাই সাক্ষ্য দেয়। আর দরজা খুইলা ঘাতক দেইখা দৌড়ায়া পালাইতে গিয়া পিঠে গুলি খাইছিলেন তার স্বামী। ঘটনার দশবছর আগে মানে মুক্তিযুদ্ধে মৃত্যুবরণ করলে হয়তো শহীদ উপাধি জাস্টিফাই করা যাইতো। না, জিয়া এমনকি কোনো ধর্মযুদ্ধেও নিহত নন।

বেগম জিয়া স্বামী হত্যার বিচার চান নাই, চান না। তারেক রহমান পিতা হত্যার বিচার চান নাই, চান না। বরং স্বাধীনতার ঘোষকের মতো শহীদ কথাটা বসায়া দিয়া হাস্যকর বানায়া ফেলছেন তার মৃত্যুকে। যারা বিএনপির রাজনীতি করেন, আপনারা তো শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শকে ধারণ করেন। তিনি কোন গ্রাউন্ডে শহীদানের মর্যাদা পান প্রশ্ন করছেন কখনও কাউরে? নিজেরে? কেন তার হত্যার বিচার চায় না আপনাদের নেতারা, প্রশ্ন করছেন কখনও কাউরে? নিজেরে? জিয়া আপনাদের কাছে আসলে একটা নাম, রাজনীতি করার একটা সার্টিফিকেট মাত্র। প্রোডাক্টের ব্র্যান্ড বানায়া দিছেন নানা ভুংচাং মিথ্যা বিশেষণ জুইড়া। নির্মম রসিকতা এটাও। ইনফ্যাক্ট বেগম খালেদা জিয়ার সবচেয়ে নির্মম রসিকতা ১৫ আগস্ট জন্মদিন পালন করা না, সবচেয়ে নির্মম রসিকতা স্বামীরে শহীদ উপাধি দিয়ে তার হত্যার বিচার না চাওয়া...।

পুনশ্চ: আমি নিশ্চিত বিএনপির পোলাপাইন আমারে ইনবক্সে ব্যাপক গালাগালি করবে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার চাইছি বইলা।

ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়