শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ০১ জুন, ২০২১, ১২:২০ রাত
আপডেট : ০১ জুন, ২০২১, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেন্টাল বেসিক সাইন্স উইং প্রতিষ্ঠা, স্কিলস ও সিমুলেটর ল্যাব চালুসহ সার্বিক প্রতিশ্রুতি দিলেন বিএসএমএমইউ’র উপাচার্য

শাহীন খন্দকার:  সোমবার (৩১ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ডেন্টাল অনুষদের সকল বিভাগকে ঢেলে সাজানো হবে।ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, ডেন্টাল বেসিক সাইন্স উইং বা বিভাগ প্রতিষ্ঠা, ওরাল এন্ড ম্যাক্সিলোফ্যাসিয়াল সার্জারি বিভাগের বেড সংখ্যা বৃদ্ধিসহ স্বতন্ত্র ওয়ার্ড প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও হাতে কলমে কাজ শিখার জন্য স্কিলস সিমুলেটর ল্যাব চালুসহ বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের সকল বিভাগকে সার্বিক উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হবে।

সোমবার ডেন্টাল অনুষদের ক্লাস রুমে উক্ত অনুষদের সভায় উপাচার্য একথা বলেন। এসময়ে তিনি গবেষণা কার্যক্রম জোরদার এবং গবেষণালব্ধ প্রকাশনার উপর গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়কে সামনে দিকে এগিয়ে নেওয়ার আহবান জানান। তিনি ডেন্টাল অনুষদের সামগ্রিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

সভায় ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল ডেন্টাল অনুষদের বিভাগের শিক্ষকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগসহ উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করেন।

উপাচার্য বলেন, শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ হস্তক্ষেপে সমগ্র বাংলাদেশে বর্তমানে ৩৬ টির অধিক ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এই সব কলেজ সমূহে ডেন্টাল বেসিক সাবজেক্টের শিক্ষক স্বল্পতা প্রকট। তাই ডেন্টাল বেসিক সাবজেক্টের শিক্ষক স্বল্পতা দূর করার জন্য ডেন্টাল বেসিক সাবজেক্টে উইং খোলা ও শিক্ষক তৈরির জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময়ে সভায় সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং অনুষদের ডীন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের সাবেক ডীন অধ্যাপক ডা. মোঃ শামসুল আলম, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়