শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেতন ভাতা না পাওয়ায় ক্ষোভের সৃষ্টি রেলপূর্বাঞ্চলে শ্রমিক-নেতাদের, আশ্বস্ত করলেন কর্তৃপক্ষ

রিয়াজুর রহমান : [২] বেশ কয়েকমাস ধরে পেনশন ও বেতন ভাতা পাচ্ছেন না বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে পূর্বাঞ্চল রেল ঘিরে। রেল পূর্বাঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা এব্যাপারে রেল কর্মকর্তাদের অদক্ষতা ও পেশাদারিত্বকে দায়ী করছে।

[৩] সোমবার (৩১ মে) বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রেল পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন ও এফএন্ডসিইও কামরুন নাহারের সাথে সাক্ষাৎকাৎ করলে তখন তারা দায় এড়ানোর চেষ্টা করেন, এক পর্যায় শ্রমিক নেতাদের তোপের মুখে পড়তে হয় তাদের।

[৪] সূএ মতে জানা গেছে, ঈদের আগেও বেশিরভাগ কর্মকর্তা কর্মচারীরা ঈদ বোনাস ও বেতন ভাতা পায়নি, কিছু কিছু বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কয়েকদিন আগে বেতন-ভাতা পেলেও এখনো অনেক বিভাগের কর্মচারীরা বেতন ভাতা পাননি, এতে করে চরম কষ্টে দিনযাপন করতে হচ্ছে ভুক্তভোগীদের।

[৫] বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমরা জিএম/পূর্ব, এফএন্ডসিও ও এডিশনাল এফএন্ডসিওদের সাথে শ্রমিকদের বেতন ও পেনশন ভাতা সমস্যা নিয়ে সাক্ষাৎ করেছি, উনারা আগামী এক সপ্তাহের মধ্য পেনশন এবং বেতন ভাতা পরিশোধ করবেন বলে আশ্বস্ত করেন।

[৬] এবিষয়ে পূর্বাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য দিতে রাজি হননি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়