শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারিগরি ও মাদরাসা বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা হওয়া উচিত

শরীফ শাওন : [২] প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতের তুলনায় কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ অতি নগন্য বলে জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন।

[৩] সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের একাংশের সভাপতি মো. হারুন অর রশিদ লিখিত বক্তব্য পাঠে অভিযোগ জানিয়ে বলেন, এসকল কারণে মাদরাসা শিক্ষায় তেমন কোনো উন্নতি করা যায়নি। এমনকি ২০২০ সালে জারি হওয়া মাদরাসার নতুন সংশোধিত নীতিমালাও বাস্তবায়ন সম্ভব হয়নি।

[৪] সম্মেলনে বলা হয়, ২০২০-২১ অর্থবছরে কারিগরি ও মাদরাসা খাতে বরাদ্দ ছিলো ৮ হাজার ৩৪৪ কোটি টাকা। যেখানে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ২৪ হাজার ৯৪০ কোটি এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা খাতে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের তুলনায় কারিগরি ও মাদরাসার বাজেট ছিলো মাত্র ১১ দশিক ৬৯ শতাংশ।

[৫] সম্মেলনে বক্তারা বলেন, শিক্ষাখাতে বৈষম্য নিরসন, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি নিয়মে মেডিকেল ও বাড়ি ভাড়া প্রদান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তকরণ, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ এবং মুজিবশতবর্ষে মাদরাসাসহ সকল শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে। এ লক্ষ্যে বাজেটে শিক্ষাখাতে মোট আয়ের ২০ শতাংশ বরাদ্দ দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়