শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৭:২৮ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

আতিকুর রহমান : জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নকল্পে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের ১৩তম ব্যাচের বিষয়ভিক্তিক প্রশিক্ষণ কার্যক্রম প্রথমবারের মতো অনলাইনে রবিবার শুরু হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফজুল করিম জানান, কোভিড-১৯ এর কারণে চলমান শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিল। রবিবার হতে এ প্রশিক্ষণ কার্যক্রম ভাচুর্য়াল প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনলাইনে পুনঃরায় শুরু হয়। কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় প্রায় মাসব্যাপী চলা এই প্রশিক্ষণ কার্যক্রমে দেশের বিভিন্ন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ৪০ জন শিক্ষক অংশ নিয়েছেন। এই ব্যাচের কোর্স উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন বলেন, কোভিড-১৯ এর কারণে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম এতদিন বন্ধ ছিল। তবে আজকে আমাদের আনন্দের দিন। অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আমরা আবার প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে পেরেছি। শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানে যুক্ত ছিলেন সিইডিপির প্রকল্প পরিচালক ড. এ কে এম মুখলেছুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, সিইডিপির উপ-প্রকল্প পরিচালক এ বি এম আব্দুল হালিম, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. ফয়জুল করিম, তথ্য প্রযুক্তি (আইসিটি) দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মো. হাছানুর রহমান। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়