শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৬:৩৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় বাড়ছে করোনা শনাক্তের হার, সংক্রমণের হার ৪১ দশমিক ১১ শতাংশ

আসাদুজ্জামান: [২] গত ২৪ ঘণ্টায় জেলায় ৯০ জনের মধ্যে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

[৩] ভারতীয় ভেরিয়েন্টে জেলাবাসী আতঙ্কিত থাকলেও স্বাস্থ্য বিভাগ বলছে, ভারত ফেরত ৩৩৭ জনের মধ্যে ১৭ জনের শরীরে করোনা শনাক্ত হলেও এখনও কারোর শরীরে ভারতীয় ভেরিয়েন্ট আছে কিনা তা জানা যায়নি।

[৪] জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৯০ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে এ পর্যন্ত জেলায় ১ হাজার ৫৮৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪৬ জন। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো অন্তত ২০৯ জন।

[৫] সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা বলেন, মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে ইতিমধ্যে ১০৮ জন রোগী ভর্তি রয়েছে। তা নিয়ে তারা হিমশিম খাচ্ছে। এছাড়া সদর হাসপাতালে ৭ জন করোনা রোগী ভর্তি আছে। আইসিইউতে ভর্তি আছে ৪ জন এবং করোনা সন্দেহে ৪৯ জন চিকিৎসা সেবা নিচ্ছেন। জেলায় বর্তমানে ১৬৬ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছে।

[৬] এদিকে, ভারত ফেরত ৩৩৭ জনের মধ্যে ১৭ জনের শরীরে ভাইরাসের সংক্রমন শনাক্ত হলেও তাদের শরীরের ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কিনা জানা যায়নি। তাদের নমুনা সংগ্রহ করে আইআইডিআর পাঠানো হলেও তাদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

[৭] জেলার সিভিল সার্জন ডা. মো: হুসাইন শাফায়াত জানান, সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা কমে গেছে। মাস্ক পরতে তারা চরম উদাসীন। এর খেসারত দিতে হচ্ছে এখন। এমন পরিস্থিতি চলতে থাকলে জেলাকে লকডাউন দেয়ার পরামর্শ তার। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়