শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বালিয়াকান্দিতে ভুমি অফিসের জায়গা দখল ও ৬০ বছরের যাতায়াতের পথ বন্ধের অভিযোগ

মো. ইউসুফ মিয়া রাজবাড়ী প্র‌তি‌নি‌ধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন ভুমি অফিসের জায়গা দখল করাসহ ৬০ বছরের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন।

[৩] বহরপুর গ্রামের হাতেম বিশ্বাস, হালিম, জহির, তারিক, লাবলু, জাফর, মিরাজুলসহ স্থানীয় লোকজন অভিযোগে বলেন, তারা বহরপুর ইউনিয়ন ভুমি অফিস সংলগ্ন এলাকার বাসিন্ধা। তাদের বসতবাড়ী থেকে বের হওয়ার মতো কোন জায়গা না থাকায় ইউনিয়ন ভুমি অফিসের নিজস্ব পরিত্যক্ত জমির উপর দিয়ে ৬০ বছর যাবৎ যাতায়াত করে আসছিলেন।

[৪] গত ২১ মে অফিস বন্ধ থাকার সুযোগে আঃ মজিদ ভুমি অফিসের জায়গা দখল করে এবং যাতায়াতের পথ বন্ধ প্রাচীর নির্মাণ করছে। স্থানীয় লোকজন এ কাজে প্রতিবাদ করলে কাজ বন্ধ না করে চালিয়ে যাচ্ছে কার্যক্রম। ইউনিয়ন ভুমি অফিস থেকে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করলে সামনের কাজ বন্ধ করে পিছনের দিকে রাস্তা বন্ধ করে কাজ চালিয়ে যাচ্ছে।

[৫] এতে অন্তত ৫টি পরিবারের চলাচলের সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে গত ২৭ মে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা।

[৬] আঃ মজিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের জায়গায় তারা বাউন্ডারী নির্মাণ করছে। এতে কারো পথ বন্ধ হলে কি করবেন।

[৭] বহরপুর ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান বলেন, কাজ বন্ধ রাখা হয়েছে। সার্ভেয়ার এসে পরিমাপের পর কাজ করতে পারবেন।

[৮] উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়