শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রাথমিক শিক্ষার্থীদের দুপুরের খাবার পরিবেশনে ১২শ’ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব

শরীফ শাওন: [২] প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৯ সালের ১৯ আগস্ট ‘ জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়া অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। বাজেটের অর্থ দিয়ে ২০২১-২২ অর্থবছরে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিস্কুট, খিচুড়ি, ডিম ও কলা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

[৩] সংশ্লিষ্টরা জানান, খাবার দেওয়ার ফলে শিক্ষার্থী উপস্থিতি বাড়ছে। এতে ঝড়ে পড়ার হার কমবে এবং শিক্ষার মান বাড়বে। পাইলটিং প্রোগ্রামে দেখা গেছে, রান্না করা খাবার দিলে শিক্ষার্থীদের উপস্থিতি ১১ শতাংশ এবং বিস্কুট দিলে ৬ শতাংশ বৃদ্ধি পায়।

[৪] পরিকল্পনা অনুযায়ী, প্রতিদিন প্রতিটি শিক্ষার্থীকে ৫৩৩ ক্যালরি পুষ্টিসমৃদ্ধ খাবার দেওয়া হবে। তবে ডিম খিচুড়ি যেদিন দেওয়া হবে সেদিন শিক্ষার্থীরা ৬৩০ ক্যালরি পাবে। প্রথম দিকে সপ্তাহে ৩ দিন সবজি খিচুড়ি এবং বাকি ৩ দিন বিস্কুট দেওয়া হবে।

[৫] অর্ধদিবস স্কুলের ক্ষেত্রে দৈনিক প্রয়োজন অনুপুষ্টিকণার চাহিদার ন্যূনতম ৫০ শতাংশ নিশ্চিত করা। এ ছাড়া জাতীয় খাদ্যগ্রহণ নির্দেশিকা অনুযায়ী দৈনিক প্রয়োজনীয় শক্তির ১০-১৫ শতাংশ প্রোটিন থেকে এবং ১৫-৩০ শতাংশ চর্বি থেকে আসা নিশ্চিত করা হবে। ন্যূনতম খাদ্য তালিকার বৈচিত্র্য বিবেচনায় নিয়ে ১০টি খাদ্যগোষ্ঠীর মধ্যে ন্যূনতম চারটি খাদ্যগোষ্ঠী নির্বাচন নিশ্চিত করা হবে।

[৬] পাইলটিং প্রোগ্রামের মাধ্যমে বর্তমানে পরীক্ষামূলকভাবে দেশের ১০৪টি উপজেলার ১৫ হাজার ৩৪৯টি বিদ্যালয়ে ৩০ লাখ শিক্ষার্থীকে খাওয়ানো হচ্ছে। দারিদ্র্যপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ২০০০ সাল থেকে স্কুল ফিডিং কর্মসূচি চলছে। সারাদেশে ৬৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়