সুজন কৈরী: [২] জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ একজনের ফোন কলে চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে জোর করে যৌন ব্যবসা করানোর অভিযোগে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী দুই কিশোরীকে।
[৩] ৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, শনিবার দিবাগত রাত দেড়টায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে একজন ফোন করে জানান, তার মামাতো বোনকে গত ১৭ থেকে ১৮ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। তারা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও খোঁজ পাননি। আধা ঘন্টা আগে তারা খবর পেয়েছেন তার মামাতো বোনকে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার সাতাশ নম্বর সড়কের চুয়াত্তর নম্বর বাড়িতে আটকে রেখে খারাপ কাজ করানো হচ্ছে। তার মামাতো বোনের অনুরোধে এক হৃদয়বান ব্যক্তি তাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন।
[৪] ৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি ডবলমুরিং থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়।
এরপর ভোর সাড়ে তিনটায় ডবলমুরিং থানার এসআই মাহবুব রাব্বানি অপু ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে বাড়িটিতে অভিযান ও তল্লাশি চালিয়ে নীচ তলা থেকে দুই কিশোরী কলারের মামাতো বোন (১৬) ও আরেক জনকে (১৫) উদ্ধার করেন। সেই সঙ্গে তাদের জোর করে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে পাচারকারী চক্রের একজন সদস্য তানজিনা আক্তার (৩৫) এবং দুই খদ্দেরকে আটক করেন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।