আখিরুজ্জামান সোহান: [২] ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা গেছে, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন করোনা প্রতিরোধে কিছুটা কম কার্যকর। তবে ইনস্টিটিউটটির দাবি, ভারতে ধরা পরা করোনা ভাইরাসের ধরনটির বিরুদ্ধে এই ভ্যাকসিন এখনও কার্যকর। ইয়ন
[৩] বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, পাস্তুর ইনস্টিটিউটের পরিচালক অলিভিয়ার শোয়ার্টজ বলেন, কিছুটা কম কার্যকারিতা সত্ত্বেও ভারতীয় স্ট্রেইন (বি.১.১৬৭) প্রতিরোধে ফাইজারের ভ্যাকসিনটি কাজ করবে।
[৪] শোয়ার্টজ আরও বলেন, যারা গতবছর কোভিড ১৯ এ আক্রান্ত হয়েছিলো; তাদের মধ্যে বায়োএনটেকের ভ্যাকসিন নেয়া ব্যাক্তির শরীরে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে।
[৫] উল্লেখ্য, অর্লিন্স শহরের আটাশ জন স্বাস্থ্যকর্মীর ওপর এই গবেষণা চালানো হয়। এদের মধ্যে ১৬ জন ফাইজার-বায়োএনটেকের দুই ডোজ ভ্যাকসিন গ্রহন করেছিলেন এবং বাকী ১২ জন অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছিলেন।
[৬] সেখানে দেখা যায় ফাইজারের ভ্যাকসিন গ্রহণকারীর শরীরে অ্যান্টিবডির পরিমাণ সাধারণের থেকে ৩ গুন কম, তবে তারা সুরক্ষিত ছিলো। অপরদিকে অ্যাস্ট্রাজেনেকার বেলায় গোটা চিত্র আরও নাজুক, তাদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ এবং ভারতীয় করোনার স্ট্রেইন প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক অনেক কম, এমনকি ফাইজারের থেকেও কম। সম্পাদনা : রাশিদ
আপনার মতামত লিখুন :