শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ০৫:৪২ সকাল
আপডেট : ৩০ মে, ২০২১, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইইডিসিআর ল্যাবে জিনোম সিকোয়েন্সের জন্য নতুন ২৫টি নমুনা

শাহীন খন্দকার: [২] রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন বলেন, দেশে আরও ১৩ জনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি ভারতে যাননি, এমন ৭ জনের শরীরেও করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। সুতরাং এটি নিশ্চিত যে, স্থানীয়দের মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করেছে।

[৩] যে ১৩ জন ভারতীয় ধরনে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৭ জনই চাঁপাইনবাবগঞ্জের। এই সাতজনের কেউই সম্প্রতি ভারত ভ্রমণ করেননি।

[৪] ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ভারতফেরত ১০ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন।

[৫] জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের জাতীয় অ্যাজমা সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলাম বলেন, বক্ষব্যাধি হাসপাতালে ভারতফেরত ৮ জন ভর্তি আছেন। এর মধ্যে ৫ জন করোনা পজিটিভ।

[৬] তিনি আরও বলেন, ঢাকার দোহারের ১০ জন বাসিন্দা চাপাঁইনবাবগঞ্জে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হন। তারা বক্ষব্যাধিতে চিকিৎসার জন্যে এলে ভারতীয় ভ্যারিয়েন্ট সন্দেহে তাদের নমুনা পাঠানো হয়েছে আইইডিসিআর-এ।

[৭] জিনোম সিকোয়েন্সিং-এর জন্য গোপালগঞ্জ থেকেও ১৫টি নমুনা স্বাস্থ্যবিভাগের মাধ্যমে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এসএম সাকিবুর রহমান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়