শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ১১:১৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ১১:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজা সেবনে বাধা দেয়ায় নৈশ প্রহরীকে গলাকেটে হত্যা

জিএম মিজান: বগুড়ার শাজাহানপুরে মাদরাসা নৈশ প্রহরীর দায়িত্বে থাকা জয়নাল আবেদীনকে (৭০) এক বৃদ্ধকে গলাকেটে হত্যার ঘটনায় তানভিরুল ইসলাম (২২) নামের কথিত এক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক নিস্কৃতি হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারক্তিমূলক জবাববন্দি দিয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার বিকেল থেকেই পুলিশের নজরদারিতে ছিলে তানভীর।

গ্রেপ্তারকৃত তানভীর শাজাহানপর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া গ্রামের এনামুল হক মিঠুর ছেলে। তানভীর নিজেকে মাতৃভূমির খবর অনলাইন পত্রিকার একজন সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেয়। এছাড়াও তিনি একটি প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম চাকরি করে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জয়নাল একই গ্রামের মীর বক্তারের ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় জয়নালের ছেলে আরিফুল ইসলাম বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা করেন।

নিহত জয়নালের ছেলে আবুল কাশেম সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদরাসায় নৈশপ্রহরী। কিন্তু সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন। এরপর থেকে বাবা-ছেলে মিলে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। বৃহস্পতিবার রাতেও মাদরাসায় দায়িত্ব পালনে যান জয়নাল। রাতে মাদরাসা কক্ষে ঢুকে তাকে গলাকেটে হত্যা করা হয়। পরদিন (শুক্রবার) সকালে তার ছেলে আবুল কাশেম খোঁজ করতে এসে মাদরাসার শ্রেণিকক্ষে বাবার গলাকাটা লাশ দেখতে পায়।

বৃহস্পতিবার রাত ৯টায় তানভীর বাড়ির পাশে উত্তরপাড়া দাখিল মাদরাসা ভিতর গাঁজা সেবন করতে যায়। মাদরাসার একটি শ্রেণিকক্ষে গাঁজা সেবন করছিল তানভীর। এসময় নৈশপ্রহরীর দায়িত্বে থাকা জয়নাল তাকে গাঁজা সেবন করতে নিষধ করে। ফলে তাদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে জয়নাল ক্ষিপ্ত হয়ে তানভীরকে চড়-থাপ্পর মারে। এতে তানভীর রেগে গিয়ে তার পকেটে থাকা ধারালো বার্মিজ চাকু বের করে জয়নালের পেটে ও গলায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে খুন করে।

মামলা তদন্ত কর্মকর্তা শাজাহানপুর ধানারউপ-পরিদর্শক (এসআই) মোঃ শামীম হোসেন এ প্রতিবেদক-কে বলেন, আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি শেষে তানভীরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়