শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ১১:০৭ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ১১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটিতে হোটেলে পর্যটক রাখায় অপরাধে ভ্রাম্যমান আদালতে আবারো কারাদন্ড ও জরিমানা

চৌধুরী হারুনুর রশীদ:  রাঙামাটিতে হোটেলে পর্যটক রাখায় অপরাধে ভ্রাম্যমান আদালতে আবারো কারাদন্ড ও জরিমানা করা হয় । বৈশ্বিক করোনা মহামারীতে প্রশাসনের কঠোর নজরদারীতে রাঙামাটি প্রশাসন।

সরকারি নিষেধাজ্ঞা থাকার সত্তে¡ও বার বার পর্যটক রাখায় রাঙামাটি শহরের আবাসিক হোটেল প্রিন্স’র মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজারকে ৩ দিনের কারাদন্ড প্রদান করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার (২৯মে) বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বনরূপা বাজার থেকে দোয়েল চত্বর এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশনানুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করার সময়ে জরিমানা ও কারাদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুর রহমান।

সিনিয়ার ম্যাজিস্ট্রেট আবদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণরোধে প্রতিদিনের ন্যায় আজ বিকেলে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ অভিযান সব সময় অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা না মেনে বার বার হোটেলে পর্যটক রাখার দায়ে প্রিন্স হোটেল মালিককে জরিমানা ও হোটেলের ম্যানেজারকে ৩ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ৬ পর্যটককে ৩ হাজার টাকা জরিমানা ও মাস্ক ব্যবহার না করায় এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উল্লেখ্য যে ,২২ মে শনিবার সিনিয়ার ম্যাজিস্ট্রেট আবদুর রহমান ভ্রাম্যমান আদালতে ২ জন পর্যটকসহ ৮ মামলায় ১৩ হাজার ৪শ টাকা জরিমানা করা হয় ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়