শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ২৯ মে, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

রিয়াদ ইসলাম:[২] ঈশ্বরদীতে একটি বাড়িতে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সদরের কলেজ রোড রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর ওই ব্যবসায়ীর স্ত্রী মিম খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

[৩] লাশ উদ্ধার হওয়া ব্যবসায়ীর নাম শাকিল হোসেন (৩২)। তিনি মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর দুবলিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও ঈশ্বরদী বাজারের শাকিল ক্লোথ স্টোরের স্বত্বাধিকারী।

[৪] নিহতের মামা মুলাডুলির ইউনিয়নের ইউপি মেম্বার তারা মালিথা জানান, ‘প্রায় ১০ দিন আগে পতিরাজপুর গ্রাম ছেড়ে স্ত্রী নিয়ে থাকতে কলেজ রোডের মিকদাদ ম্যানসন নামের একটি ভাড়া বাসায় ওঠেন শাকিল। হঠাৎ আজ রাত সাড়ে দশটার দিকে শাকিলের স্ত্রী ফোন করে তাঁকে জানায়, শাকিলের কি যেন হয়েছে কথা বলছে না। তখন তিনি বাড়িওয়ালার সহযোগিতা নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মিমকে বলেন।”

[৫] বাড়ির মালিক আহসান হাবিব বলেন, ‘ভবনের দ্বিতীয় তলায় কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন, শাকিল বিছানায় শুয়ে আছেন, মিম তাঁকে সামনে নিয়ে বসে আছে। কিন্তু সাকিলের কোন সাড়া শব্দ নেই, পরে তিনি পুলিশকে খবর দেন।’

[৬] এ ব্যাপারে মিম খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, ‘৪-৫ জন এসে শ্বাসরোধ করে হত্যা করে চলে গেছে। সে বাঁধা দিলে তাকেও লাথি মেরেছে।’ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘সিআইডির বিশেষ টিম এসে আলামত সংগ্রহের করবে। এরপর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

[৭] ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, ‘স্ত্রী মীমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। ঘটনা সম্পর্কে এখনো পুরোপুরো স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়