শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমান্তের ৩৭ জেলায় কড়া নজর, যেখানে সংক্রমণ সেখানেই লকডাউন

শিমুল মাহমুদ: [২] কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা বলেন, সীমান্তবর্তী এলাকায় এক দিকে যেমন সংক্রমণ বাড়ছে অন্য দিকে ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ভ্যরিয়েন্ট। উচ্চ সংক্রমণশীল এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত লকডাউন দেওয়ার বিষয়ে আমরা ইতিমধ্যে সরকারকে পরামর্শ দিয়েছি।

[৩] তিনি বলেন, সংশ্লিষ্ট এলাকায় মানুষের চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। বাসা থেকেই কেউ বের হবে না, বাইরে থেকে কেউ ঢুকবে না। শুধুমাত্র চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলাবাহিনী ও গণমাধ্যম কর্মীরা বের হবেন। তাহলে হয়তো সীমান্তে সংক্রমণ প্রতিরোধে সক্ষম হবো।

[৪] সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে দেখা যায়, গত এক সপ্তাহে ১০১ থেকে ৫০০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে এমন জেলাগুলোর মধ্যে সীমান্তবর্তী জেলা সাতটি। এগুলো হলো- চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, রাজশাহী, যশোর, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম বলেন, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া আরও তিনটি জেলা আমাদের পর্যবেক্ষণে রয়েছে। সংক্রমণ বাড়লেই সেগুলোতে এলাকাভিত্তিক লকডাউন দেওয়া হবে।

[৬] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য ও ভাইরোলোজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, দিন দিন শনাক্তের হার বাড়ছে। ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা ৩৭ জেলায় আবার লকডাউন ঘোষণা করা যেতে পারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়