শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২১, ০১:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবদুন নূর তুষার: ফেসবুক, বন্ধু-ফলোয়ার, লেখালেখির অভ্যাস এবং মতামত-প্রতিক্রিয়া

আবদুন নূর তুষার: আপনি যাতায়াতের পথে একটা দেয়ালে ভালো কিছু লেখা দেখলেন বা এমন কিছু যেটা আপনার ভালো লাগলো বা মন্দ। আপনি সেই দেয়ালে কবে কী লেখা থাকে, সেটা দেখেন। যেটা ভালো লাগে সেটা মনে করে রাখেন। মাঝে মাঝে আপনার দেয়ালে লিখে ঝুলিয়ে দেন নিজের মন্তব্যসহ। আপনি সেই দেয়ালের মালিকের বন্ধু না। সেই দেয়ালের মালিকও আপনার বন্ধু না। তাই আপনারা কেউ কারো সঙ্গে সরাসরি কথা বলেন না। এবার দেয়ালটা ফেসবুকে কল্পনা করেন। আমার ও আপনার দুজনেরই ফেসবুক দেয়াল আছে। আপনি আমার বন্ধুদের বন্ধু না। আমিও আপনার বন্ধুদের বন্ধু না। আমরা দুজনও বন্ধু না। তাই আমার দেয়ালের লেখা আপনি পড়তে পারেন। সেটা ভালো লাগলে বা না লাগলে আপনার মন্তব্যসহ আপনার দেয়ালে শেয়ার দিতে পারেন। আপনার বন্ধুদের সঙ্গে এই বিষয়ে কথাও বলতে পারেন। কিন্তু আপনি যদি আমার দেয়ালে লেখেন বা লিখতে চান তাহলে আমার বন্ধু হতে হবে, তখন আমার বন্ধুদের সঙ্গে আপনি কথা বলতে পারবেন। কারণ আপনার দায়িত্ব আমি নেবো। আপনার ভালো খারাপ কথার বিষয়ে আপনাকে আমি সতর্ক বা প্রশংসা দুটোই করতে পারবো।

আমি আমার বন্ধু তালিকার বাইরে কোথাও কারো দেয়ালে কিছু লিখি না। সেখানে অন্য লোকজনের কোনো কথার উত্তর কদাচিৎ দিই। অতিমাত্রায় প্রভোকড হলেও চুপ থাকি। কেউ কখনো আমার লেখা শেয়ার করলে, কদাচিৎ কারো কারো শেয়ার করা আমার লেখার নিচেই আমি লিখি। আমার লেখালেখির বিষয়ে আপনার মতামত আপনি আপনার ওয়ালে লিখতেই পারেন। কিন্তু আমি আমার দেয়ালে পোস্টার ঝুলালে সেই দেয়ালে আপনারও পোস্টার ঝুলানোর অধিকার আছে মনে করলে আপনি ফেসবুকের প্রাইভেসি বিষয়ে আমার ব্যক্তিগত যে অধিকার আছে সেটাতে হস্তক্ষেপ করছেন। আমার দেয়ালে কে লিখতে পারবে বা পারবে না সেটা আমার সিদ্ধান্ত। আপনার দেয়ালেরটা আপনার। বহু জঘন্য মূর্খ লোকজন আছেন যারা আরেকজনের ওয়ালে ঢুকে তার বন্ধুদের সঙ্গে বিবাদ ও কুমন্তব্য করেন। তাদের আমি মানুষই মনে করি না।

আমার বন্ধুদের সঙ্গে এ ধরনের লোকদের বিবাদ বিসম্বাদ করার সুযোগও আমি দিই না। আমার ফলোয়ারদের অধিকাংশই চমৎকার মানুষ। তারা আমার সব লেখা শেয়ার দেন না। যেটা দরকারী মনে করেন সেটা দেন। অনেক সময় লাইক দেন। তাদের অনেকেই নিজেদের ব্যক্তিগত ওয়ালকেও পরিচ্ছন্ন রাখেন। তাদের জন্য আমার শুভ কামনা। আমার ফলোয়ার বা আমার লেখা ও মতামতের প্রতি যাদের আগ্রহ আছে তারা তাদের ইচ্ছা অনুযায়ী আমার লেখা শেয়ার দিয়ে মতামত দিতে পারেন। তাতে আপনাদের লেখার অভ্যাস চালু হবে। আর খুব বড় মতামত হলে ইনবক্সে সেটা পাঠাতেও পারেন। যেহেতু আমি বিশ্বাস করি অধিকাংশ মানুষই ভদ্র ও নৈতিক তাই আমি আমার ফলোয়ারদের কতোগুলো আকাট অসভ্যের সঙ্গে বিবাদ বিসম্বাদ থেকে দূরে রাখি ও তারা যদি আমার লেখা পছন্দ করেন তবে যাতে বিনা বিরক্তিতে পড়তে, সেটা নিয়ে ভাবতে বা তথ্য থেকে উপকৃত হতে পারেন, সেই চেষ্টা করি। যারা আমাকে স্নেহ করেন, ভালোবাসেন ও আমার লেখার প্রতি আগ্রহী তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়