শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৩:১৪ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৩:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যালিফোর্নিয়ায় করোনার টিকা নিলে ১১ কোটি ৬৫ লাখ ডলারের পুরষ্কার জেতার সুযোগ

লিহান লিমা: [২] আগামী ১৫ জুনের পূর্বে করোনার টিকা নেয়া বাসিন্দাদের জন্য ১১ কোটি ৬৫ লাখ ডলারের নগদ অর্থ ও পুরষ্কার সামগ্রী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। গার্ডিয়ান

[৩]আগামী ১৫ জুনের মধ্যে রাজ্য সম্পূর্ণরুপে খুলে দিতে সব বাসিন্দাদের টিকা নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছেন রাজ্যের গর্ভনর গেভিন নিউসম। তিনি বলেন, ‘প্রত্যেক ক্যালিফোর্নিয়ানের টিকা নিশ্চিত করে আমরা আমাদের রাজ্যকে মহামারীর দুর্ভোগ থেকে বের করে আসবো।’

[৪]সমীক্ষায় দেখা গিয়েছে, ১২ বছরের উর্ধ্বে প্রায় ১ কোটি ২০ লাখ ক্যালিফোর্নিয়ান এখনো টিকা নেন নি। যা রাজ্যটির ৩ কোটি ৪০ লাখ টিকা নেয়ার উপযুক্ত বাসিন্দার প্রায় ৬৩ শতাংশ।

[৫]নির্দিষ্ট তারিখের পূর্বে টিকা নেয়া বাসিন্দাদের মধ্যে লটারি দিয়ে এই পুরস্কার দেয়া হবে। বিজয়ী প্রথম ১০জন প্রত্যেকে ১৫ লাখ ডলার করে পাবেন। পরবর্তী ৩০জন ৫০ হাজার ডলার করে পাবেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচীতে অংশ নেয়া প্রথম ২০ লাখ ক্যালিফোর্নিয়ান ৫০ডলারের গিফট কার্ড বা সামগ্রী পাবেন।

[৬] এর আগে যুক্তরাষ্ট্রের ওহাইও প্রথম কোনো রাজ্য হিসেবে টিকা নিলে ১০ লাখ ডলারের পুরষ্কারের ঘোষণা দেয়। একই পথে হাঁটে কলারাডো ও অরেগন অঙ্গরাজ্য। নিউইয়র্ক টিকা নেয়া ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে লটারিতে বিজয়ী ৫০জনকে পূর্ণ শিক্ষাবৃত্তি দেয়ার ঘোষণা দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়