নিজস্ব প্রতিবেদক: [২] এক সাকিবের বলে দুইবারসহ তিন তিনবার জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। প্রথম ৬৬ রানে মোস্তাফিজ মিস করেন শর্ট থার্ডম্যানে। এরপর ৭৯ রানের সময় আফিফ লং অনে সহজ ক্যাচ ফেলেন। তৃতীয়বার মোস্তাফিজের বলে ৯৯ রানে মিডঅনে মাহমুদউল্লাহ মিস করেন পেরেরার ক্যাচ। ১২২ বলে ১২০ রান করেন লঙ্কান অধিনায়ক।
[৩] লঙ্কানদের তিনটি উইকেটই নিজের ঝুলিতে পুরেছেন তাসকিন।
স্কোর: শ্রীলঙ্কা ৩৭ ওভারে ২০৫/৩ (পেরেরা ১১৩*, ধনাঞ্জয়া ১৮*)
আপনার মতামত লিখুন :