শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৩:১৮ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০৯:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড সামাল দিতে ৫০ কোটি পাউন্ডে ‘প্যান্ডেমিক হাব’ করছে অক্সফোর্ড

রাশিদুল ইসলাম : [২] অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্যোগে কোভিড মহামারী রোধে এ হাবে বিশেষজ্ঞরা নিরন্তর গবেষণা করবে যাতে তা বিশ্বে ছড়িয়ে পড়তে না পারে। বিভিন্ন দেশের সরকারকে এ হাবের দি প্যান্ডেমিক সাইন্সেস সেন্টার গবেষণায় সহায়তা দেবে। ডেইলি মেইল

[৩] কোভিড সংক্রমণ উচ্চ হারে যাতে বিস্তৃতি ঘটিয়ে মৃত্যুর হার বেড়ে না যায় তার বিভিন্ন সমাধান দেবে এ হাব।

[৪] অক্সফোর্ডের প্রধান লুইস রিচার্ডসন বলেছেন এ নতুন হাব কোভিড প্রতিরোধে বিশ^কে প্রস্তুতি নিতে সাহায্য করবে। বরং বিশ্বকে আর প্রস্তুতিহীন সংকট মোকাবেলা করতে হবে না।

[৫] অক্সফোর্ডের ল্যাবেই তৈরি হয়েছিল অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন। কোনো দেশে কোভিডে মৃত্যু হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেলেই হাব সেসব দেশে তা রোধে বিস্তারিত পরামর্শ ও সহায়তা দেবে।

[৬] হাবের পরিচালক অধ্যাপক পিটার হরবি বলেন কোভিডের মতো আরেকটি বিপর্যয় রোধ করতে উদ্ভাবন এবং বহু-পাক্ষিক সহযোগিতা নিরন্তর প্রয়োজন। এজন্য কর্পোরেট অংশীদার, বিভিন্ন দেশের সরকার ও সমাজসেবীদের কাছে সহায়তা চাওয়া হয়েছে।

[৭] অক্সফোর্ডের মেডিসিনের অধ্যাপক স্যার জন বেল বলেন, ভবিষ্যতে প্রজন্মের জনস্বাস্থ্যের সুরক্ষায় যুক্তরাজ্যকে এখন ‘সাউন্ড সায়েন্সে বিনিয়োগ’ করা দরকার।

[৮] অক্সফোর্ডের হাবটি সংক্রামক রোগ, ভ্যাকসিনোলজি, ইমিউনোলজি, কাঠামোগত জীববিজ্ঞান, ডায়াগনস্টিকস, ড্রাগ ড্রাগস, ক্লিনিকাল ট্রায়ালস, ডেটা সায়েন্স, পাবলিক হেলথ এবং সামাজিক এবং রাজনৈতিক বিজ্ঞান সহ বিভিন্ন গবেষণায় শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞদের একত্রিত করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়