শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ১১:২৫ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউজিসি’র সাবেক অধ্যাপক আনোয়ার হোসেন মারা গেছেন

শাহীন খন্দকার: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সাবেক শিক্ষক ও সাবেক ইউজিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন মারা গেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ৫০মিনিটে ঢাকার পান্থপথে নিজ বাসায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক শহীদুল ইসলাম। ৭৭ বছর বয়সী অধ্যাপক আনোয়ার স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

[৩] তার মৃত্যুর বিষয়ে অধ্যাপক শহীদুল বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তার খাদ্যনালীতে সমস্যা দেখা দেয়। ডাক্তাররা বলেছিলেন টিউমার হয়েছে, পরে লিভারও সমস্যা দেখা দেয়। শ্বাসকষ্টও ছিল। তবে কোভিড হয়নি। রোজার আগে তিনি প্রায় ১৫ দিন স্কয়ার হাসপাতালের আইসিউতে ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও ৫ দিন আইসিউতে ছিলেন। ঈদের আগে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে বাসাতেও অক্সিজেন দিতে হয়েছে। গতকাল রাতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

[৪] আজ শুক্রবার জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে বলে জানান অধ্যাপক শহীদুল। আনোয়ার হোসেন ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের কসমেটস ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ভিজিটিং অধ্যাপক হিসেবে কাজ করেন।

[৫] তিনি ২০০৭ সালের জুলাইয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এক মাস চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেন। ফিরে যান আবার পাকিস্তানের কসমেটস ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে 'ফরেন প্রফেসর' হিসেবে যোগ দেন। সেখানে ২০১১ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। এরপর ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অধ্যাপক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

[৬]অধ্যাপক আনোয়ার হোসেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো, অস্ট্রেলিয়ান হাই এনার্জেটিক মেটেরিয়াল ইনস্টিটিউটের অনারারি ফেলো, ইতালির তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের ট্রাইস্টে আন্তর্জাতিক কেন্দ্রে সিনিয়র এসোসিয়েট ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়