শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ১১:০৩ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর আইইডিসিআর-আইপিএইচ,ন্যাশনাল ইনস্টিটিউটে এপর্যন্ত ১১ লাখ ৫৬,৭৫৭ টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার : [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। এপর্যন্ত করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এণ্ড রেফাল সেণ্টারে ১৩১৪টি আর পূর্বেরসহ পরীক্ষা হয়েছে ১৩১৪টি প্রতিষ্ঠানটিতে এপর্যন্ত সাতলাখ ৫৬ হাজার ১২৩ জনের।

[৩] রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) সংগ্রহ করেছে ৩৩২ আর পূর্বেরসহ পরীক্ষা করেছে ৩৩২টি। এপর্যন্ত প্রতিষ্ঠানটি পরীক্ষাও সংগ্রহ করেছে ১,৮৭,৬৮৭ জনের। এছাড়াও ন্যাশনাল পোলিও মিজেলস ল্যাবরেটরি(এনপিএমএল)-আইপিএইচ নমুনা সংগ্রহ করেছে ৭২৪টি আর পূর্বেরসহ পরীক্ষা করেছে ৭২৪টি। এপর্যন্ত সংগ্রহসহ পরীক্ষা করেছে ২ লাখ ১২,৯৪৭ জনের।

[৪] সারাদেশে সরকারি হাসপাতালে সাধারণ শয্যা রয়েছে ১১ হাজার ৯৯৪টি। এর মধ্যে ভর্তি রোগী রয়েছে ২,২১৮ জন, খালি রয়েছে ৯ হাজার ৭৭৬ শয্যা। আইসিইউ শয্যা রয়েছে একহাজার ১৩২ এর মধ্যে ভর্তি রোগী রয়েছে ৩১০জন আর খালি রয়েছে ৮২২ শয্যা। তিনি বলেন, এছাড়াও বিভাগীয় হাসাপতালগুলোতে সাধারণ শয্যা রয়েছে ৬০৪৪টির মধ্যে ভর্তি রোগী রয়েছে এক হাজার ১৩৪ জন। খালি রয়েছে চারহাজার ৯১০ শয্যা।

[৫] আইসিইউ শয্যা রয়েছে ২৪৯টির মধ্যে ভর্তি রোগী রয়েছে ১১৫ জন আর খালি রয়েছে ১৩৪ শয্যা। সরকারি ও বেসরকারি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের অক্সিজেন সংক্রান্ত যন্ত্রপাতি সম্পর্কে ডা. নাসিমা সুলতানা বলেন, অক্সিজেন সিলিণ্ডার রয়েছে ২৩ হাজার ১০২টি। হাইফ্লো ন্যাজাল ক্যানুলা রয়েছে একহাজার ৫৮৯টি এবং অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা রয়েছে একহাজার ৪৬৭টি। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়