শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৫:১৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৫:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: ঢাকার বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই

অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলনে তার বক্তব্য শুনলাম। শোনার পর মনে হলো, আমাদের দুর্ভাগ্য যে আমরা সত্যিকারের আলোকিত একজন শিক্ষাবিদকে শিক্ষামন্ত্রী হিসাবে পেলাম না। আমাদের দুর্ভাগ্য যে স্বাস্থ্য মন্ত্রী হন ইংরেজি সাহিত্যের একজন আর তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন একজন ডাক্তার। আবার শিক্ষা মন্ত্রীও একজন ডাক্তার। এর আগের মেয়াদের দীপু মনি ছিলেন পরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কী অদ্ভুত না?

বলা হলো, প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ১২ জুন পর্যন্ত বাড়িয়ে পরদিন ১৩ জুন থেকে খুলে দেওয়া হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলা হলো করোনার টিকা দেওয়ার পরই কেবল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হবে। এর আগে অনলাইনে ক্লাস এবং পরীক্ষাও চলবে। বোঝা যাচ্ছে সরকার নিরাপদ অবস্থানে থাকতে চায়। হল খুললে ঝুঁকি থাকে। বিশেষ করে আমাদের আবাসিক হলগুলোতে ছাত্রছাত্রীরা যেই পরিমাণ গাদাগাদি করে থাকে সেই অবস্থায় খোলাটা আসলেই ঝুঁকিপূর্ণ। কিন্তু ধাপে ধাপে নির্দিষ্ট কোনো বর্ষের জন্য খুলে কেবল পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো নেওয়ার ব্যবস্থা করতে পারে। তবে এসব খুঁটিনাটি আইডিয়াতো আমাদের বিশ্ববিদ্যালয়কে চিন্তা করে সরকারকে পথ দেখাতে হতো। কিন্তু এই উল্টো দেশে উল্টো জিনিস ঘটে। সরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পথ দেখায়। কী আর বলবো?

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনও ঝুঁকি নিতে চায় না। যেকোনো নতুন আইডিয়া বাস্তবায়ন করতে গেলে কিছুটা ঝুঁকিতো থাকবেই। তাছাড়া প্রশাসনকে অতিরিক্ত কাজ করতে হবে। আমরা হয়তো ওটুকু করতে চাই না। বন্ধ রাখাটা সবচেয়ে ঝুঁকিহীন আরামের কাজ। কিন্তু এতে যে সারা বাংলাদেশের লাখ লাখ শিক্ষার্থী অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যদি পারে, পাবলিক বিশ্ববিদ্যালয় কেন নয়? বিশেষ করে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়

  • সর্বশেষ
  • জনপ্রিয়