শিরোনাম
◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমদানির কন্টেইনারে বিস্ফোরক পন্যের নাম সুনির্দিষ্টভাবে লেখা বাধ্যতামূলক

মনিরুল ইসলাম: [২] আমদানিকৃত যেসব কন্টেইনারে বিপজ্জনক, দাহ্য ও বিস্ফোরক দ্রব্য রয়েছে সেই সব কন্টেইনারের গায়ে উল্লিখিত পণ্যের নাম সুনির্দিষ্টভাবে লিপিবদ্ধ করা এবং লাল স্টিকার সংযুক্তি বাধ্যতামূলক করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

[৩] বৃহস্পতিবার জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তমের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রণজিত কুমার রায়, মাহফুজুর রহমান, মো. আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা অংশ নেন।

[৪] জানা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, এর সমস্যা ও সমাধান, চট্টগ্রাম বন্দরের বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ দ্রব্যাদির মজুদ, রক্ষণাবেক্ষণ, হ্যান্ডলিং ও পরিবহন আইন এবং নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

[৫] কর্ণফুলী নদীর তলদেশ পলিথিনমুক্ত রাখার জন্য কী ব্যবস্থা নেওয়া যায় তা নির্ধারণ করে প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী এবং সচিবকে যথাযথ পদক্ষেপ নিতে সুপারিশ করে কমিটি। বৈঠকে চট্টগ্রাম বন্দরের চুরিরোধকল্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।

[৬] বৈঠকে স্বাধীনতা যুদ্ধের সময় চট্টগ্রাম বন্দরের ১০১ জন কর্মকর্তা-কর্মচারী শহীদ হওয়ায় তাদের স্মরণে মেরিন মিউজিয়াম স্থাপনের জন্য কমিটি সুপারিশ করেছে।

[৭] নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়