শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারও পরামর্শে নয়, জনগণের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয় সরকার: প্রধানমন্ত্রী

মিনহাজুল আবেদীন: [২] বৃহস্পতিবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ডাক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

[৩] তিনি বলেন, প্রত্যেক জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও ডাক বিভাগের সেন্টার থাকবে। সেখান থেকে ছেলে-মেয়েরা সব ধরনের সুবিধা পাবে। সেখান থেকে সব কিছু নিয়ে যাওয়ার জন্য কুলিং সিষ্টেম থাকবে। তাতে সব ধরনের প্রক্রিয়া সহজতর হবে। ডিবিসি টিভি

[৪] প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ডাক ব্যবস্থাকে উন্নতি করতে সব ধরনের প্রযুক্তিগত ব্যবহার করছি। ইতোমধ্যে ৩৮টি ডাকঘর নির্মাণের জন্য মডেল হাতে নেয়া হয়েছে। আমি চাই সারা বাংলাদেশে এটি করে দিতে’।

[৫] তিনি বলেন, ডাক বিভাগের উন্নতি হলে মানুষ ঘরে বসে কাজ করতে পারবে। সেই সঙ্গে মানুষের কর্মসংস্থান আরও বাড়বে। এটি উন্নতি করতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করা হচ্ছে।

[৬] তিনি বলেন, দেশে অনলাইন অনেক দূরে এগিয়ে গেছে। সেইজন্য ডাকঘর পিছিয়ে গেলে চলবে না। এটি আরও উন্নত করতে হবে। ডাক বিভাগের কর্মচারিদের যে আবাসিক সমস্যা ছিলো তা দূর করতে। মতিঝিলে আটটি ২০তলা ভবনে ৬০৮ ফ্লাট নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। ফ্লাটের স্কয়ার ফিট বাড়ানোর পাশাপাশি আধুনিক সব ব্যবস্থা করা হয়েছে। তাদের মাসিক বেতন ভাতাও বৃদ্ধি করা হয়েছে।

[৭] তিনি আরও বলেন, মানুষ যেন চিঠি, ডাকবাক্স, ডাক হরকরাকে ভুলে না যায়, সেজন্যই এমন ভবন নির্মাণ করা হয়েছে। ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে ডাক ভবন নির্মাণ করা হয়েছে।

[৮] এদিকে নবনির্মিত ডাক ভবনে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিক্যাল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে। একাত্তর টিভি, সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়