শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০২:৫৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২১, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গাপুরে বৈধ ভূমি উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুরে ভূমি উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পৌরসভার ২নং ওয়ার্ড চকলেঙ্গুরার বাসিন্দা মৃত ওয়াহেদ আলী মির্ধা’র পুত্র-কন্যাদ্বয় গনের পক্ষে পুত্র মোঃ আলমগীর মির্ধা(৩৯)।

২৬ মে বুধবার বিকেলে তিনি ও সঙ্গীয় লোকজন সহ দুর্গাপুর প্রেসক্লাব সভাকক্ষে উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলন করেণ। সংবাদ সম্মেলনে লিখিত বিবরণ পাঠ করে শোনান ভূক্তভোগী গনের পক্ষে পুত্র মোঃ আলমগীর মির্ধা। তার লিখিত বিবরণে বলা হয়,তাদের পিতা ওয়াহেদ আলী মির্ধা জীবিত থাকাবস্থায় ৫৪২,৫৪৩,৫৪৪,৫৪৫,৬৩৩,ও ৪৪৭ খতিয়ানে মোট ৪ একর ৭৩ শতাংশ ২১ পয়েন্ট ভুমি সরকার বাহাদুরের কাছথেকে বন্দোবস্ত নিয়ে জঙজ এবং ইজঝ এর মালিক হন। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের পিতার জীবদ্ধশাতেই অর্থাৎ ১৯৮৬ সাল বিএনপি আমলে তাকে নিরিহ ও সহজ সরল আওয়ামী পরিবারের লোক পাইয়া একই গ্রামের পাপ্পু মিয়া(৪০)শিপ্লু মিয়া(৩৭)পিতামৃত-রুহুল আমিন চুন্নু, আহাম্মদ আলী(৬৫)পিতামৃত- আদু শেখ,বাদল মিয়া(৪০)পিতা আহাম্মদ আলী,মোঃ রাকিবুল হাসান(৪৫)পিতামৃত-মামুদ আলী পেদ্দার,আব্দল আজিজ(৬৫)পিতামৃত-হাজী চেরাগ আলী,ইন্নছ আলী(৪০)পিতা-আব্দুল আজিজ,নূও ইসলাম(৬৫)পিতামৃত- রহিম বক্স,আব্বাস আলী(৫৫)উজ্জল মিয়া(২৫)পিতামৃত- আঃ মন্নাফ এবং বর্তমান ৩নং ওয়ার্ড তেরীবাজার নিবাসী মোঃ মজনু মিয়া(৬৫)পিতামৃত-আব্দুস সামাদ সকলেই অন্যায় ভাবে এবং জোরপূর্বক উল্লিখিত ভুমি বেদখল দেয়,আজোবদি তাদের দখলে রয়েছে। ভোক্তভোগীরা উক্তভূমি ফেরত পাওয়ার জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় রাজনৈতিক নেতৃবর্গ,প্রশাসন ও গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জোর আবেদন জানাচ্ছেন।

উল্লেখ্য যে এত সম্পদের বৈধ মালিক থাকার পরও এরা ভাড়া বাসায় থেকে দিনমজুরী কাজকরে জীবিকা নির্বাহ করছে। এ সময় মোঃ রফিকুল ইসলাম,এম এ মান্নান তোতা ও হেলেনা আক্তার তার সঙ্গে ছিলেন। প্রকাশ থাকে যে ভূক্তভোগীদের সকল ধরনের বৈধ কাগজ পত্রাদি রয়েছে,ভূমি দশ্যুরা কয়েক বার মিথ্যা মামলাদিয়ে ভুক্তভোগিদের হেনস্তা করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়