শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে পর্নোগ্রাফিক প্রতারক যুবক গ্রেফতার

জহিরুল ইসলাম:[২] লক্ষ্মীপুরে এক প্রবাসীর স্ত্রীর অশ্লিল ছবি ও ভিডিও ধারণের অভিযোগে পর্নোগ্রাফিক প্রতারনায় মো. রাশেদ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বাড়ির সম্পর্কে রাশেদ প্রবাসীর স্ত্রীর দেবর হয়। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি কামান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] র‌্যাবের লক্ষ্মীপুর ক্যাম্পের সামনে এ আয়োজন করা হয়। প্রেফতার রাশেদ সদর উপজেলার কুশাখালি গ্রামের আবু তাহেরের ছেলে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, রাশেদ অভ্যাসগত যৌন অপরাধী। সে গত দুই বছর ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিয়মিত দৈহিক মেলামেশা করতো।

[৪] এতে রাশেদ বিভিন্ন সময় তার অশ্লিল ছবি ও ভিডিও ধারণ করে। এদিকে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সে ওই নারীর কাছ থেকে টাকা দাবি করে। বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়েও নেয় রাশেদ। এতে ওই নারী আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। পরে আত্মহত্যা না করে তিনি ঘটনাটি র‌্যাবকে অবিহিত করেন।

[৫] অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে সদর উপজেলার মান্দারী বাজার থেকে রাশেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে অশ্লিল ছবি ও ভিডিও সম্বলিত একটি মোবাইল, একটি মেমোরি কার্ড ও দুটি সীম উদ্ধার করা হয়।

[৬] এছাড়াও নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে দলিলুর রহমান সুমন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার বসত ঘর থেকে ৮৭ ক্যান বিয়ার ও মাদক বিক্রির নগদ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ী সুমন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ডাক্তার সামছুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লা জেলা থেকে মাদক সংগ্রহ করে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়