মিনহাজুল আবেদীন: [২] বুধবার (২৬ মে) ডিবিসি টিভির প্রতিবেদনে বারডেম জেনারেল হাসপাতাল বিভাগীয় প্রধান, বক্ষব্যাধি বিভাগ অধ্যাপক ডা. মো. দেলোয়ার হোসেন বলেন, ইতোমধ্যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তদের ‘ব্ল্যাক ফাঙ্গাস’ থেকে সাবধানতা অবলম্বন করা উচিত।
[৩] তিনি বলেন, সঠিক সময়ে এই ফাঙ্গাস শনাক্ত হলে চিকিৎসায় রোগী সম্পূর্ণ ভালো হয়। তবে ভারতে বিরল ব্ল্যাক ফাঙ্গাস বা ছত্রাক জনিত রোগটি ছড়িয়ে পড়ার পর বাংলাদেশে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
[৪] বিএসএমএমইউ রেসপিরেটরি মেডিসিন বিভাগ সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ বলেন,
এই ব্ল্যাক ফাঙ্গাসকে অবহেলা করে চিকিৎসা না নিলে তার মৃত্যু হতে পারে। এর মূল লক্ষণ বেশি মাথা ব্যথা হয়, চোখ ফুলে যাওয়া, কাশির সঙ্গে রক্ত আসা, রক্তবমি, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়।
[৫] বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুস শাকুর খান বলেন, এই ফাঙ্গাসটি ছোঁয়াচে না। এর সঙ্গে কিডনী ডিজিস বা অন্য কোনও অসুখ যার ফলে ইমিউনিটি কমে যায়, সেই ক্ষেত্রে এই ফাঙ্গাস হবার সম্ভবনাটা বেশি থাকে। সম্পাদনা: রাশিদ