শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৭:৪১ সকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হতাশা লুকাতে জুতা-জামা পরেই শাওয়ারের জলে ভিজেছিলেন আন্দ্রে রাসেল

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং হোক বা বোলিং, ভয়ডরহীন ক্রিকেট খেলতেই অভ্যস্ত কেকেআরের ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেল। তবে যখন মাঠে তার কোনও ভুলের জন্য দলের জয়ের সুযোগ হাতছাড়া হয়, যারপরনাই হতাশ হতে দেখা যায় দ্রে রাসকে।

এবছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মহানায়কোচিত ইনিংস খেলে কলকাতার জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন রাসেল। তবে শেষরক্ষা করতে পারেননি। আউট হয়ে সাজঘরে ফেরার সময় সিঁড়িতেই মাথা নিচু করে বসে থাকতে দেখা যায় রাসেলকে। সন্দেহ নেই এমন ছবি কেকেআর অনুরাগীদের কাছে হৃদয় বিদারক।

যদিও দ্রে রাস জানালেন, এর আগেও একবার যখন বুঝতে পেরেছিলেন যে, তার জন্যই বোধহয় দলের আইপিএল ফাইনাল খেলা সম্ভব হল না, তখন হতাশায় ভেঙে পড়েছিলেন। তিনি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে, সাজঘরে ফিরে সোজা চলে যান শাওয়ারে নীচে। জার্সি, জুতো পরেই তিনি ভিজেছিলেন শাওয়ারের জলে।

ইডেনে ২০১৮ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রশিদ খানের বলে আউট হওয়ার প্রসঙ্গে রাসেল বলেন, ‘আপনারা ঠিক গুরুতর স্মৃতিগুলি ফিরিয়ে আনেন। যখন আমি রশিদ খানের বলে আউট হই, সাজঘরে ফিরে সোজা শাওয়ারের নীচে চলে যাই ক্রিকেটের পোশাক পরেই। আমার জুতো, জার্সি সবকিছুই ভিজে গিয়েছিল। আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম আর শরীর জুড়ে জলের ধারা বয়ে যাচ্ছিল। বুঝে গিয়েছিলাম যে, এটাই ছিল মরশুমের শেষ ম্যাচ।

কেকেআর তারকা আরও বলেন, আমি ঠিক দ্রে রাস সুলভ আউট হইনি। আমি ম্যাচটি নিয়ে বাড়তি ভাবনা-চিন্তা শুরু করেছিলাম। সম্ভবত ওই একটা বলকে যেতে দেওয়াই উচিত ছিল। আমি জানতাম যে গোলমাল হয়ে গিয়েছে। যদি আমি শেষ পর্যন্ত থাকতাম, আমরা অনায়াসে ম্যাচ জিততাম।
উল্লেখ্য, সেই ম্যাচে প্রথমে ব্যাট করে সানরাইজার্স ৭ উইকেটে ১৭৪ রান তোলে। জবাবে কলকাতা আটকে যায় ৯ উইকেটে ১৬০ রানে। কেকেআর ১৪ রানে পরাজিত হয়। - জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়