শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ২৬ মে, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলগালা হচ্ছে যশোরের কথিত মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্র

বাবুল আক্তার: যশোর মাদকাসক্তি নিরাময় পুনর্বাসন কেন্দ্রে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় কেন্দ্রটি পুলিশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। চিকিৎসাধীনদের পরিবাবের কাছে হস্তান্তর করার পর এটা সিলগালা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মাহফুজুর রহমানকে পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় মালিকসহ ১৪ কর্মকর্তা-কর্মচারী আটক হওয়ার পরে মঙ্গলবার থেকে কেন্দ্রটি সম্পূর্ণ  নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ ।

চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ মামলার তদন্ত কর্মকর্তা রকিুবুজ্জামান জানান, বর্তমানে যশোর মাদকাসক্তি নিরাময় কেন্দ্র যশোর সদর থানার চাঁচড়া ফাঁড়ির নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরো জানান, বর্তমানে এখানে যারা ভর্তি রয়েছে তাদের অভিভাবকদের ফোন করে অন্যত্র বা বাড়িতে নিয়ে যেতে বলা হবে ।’

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক বাহাউদ্দিন বলেন, কেন্দ্রটি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরো বলেন, এখানে বর্তমানে ১৬ জন ভর্তি আছেন। তাদেরকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার পরে কেন্দ্রটি সিলগালা করার প্রক্রিয়া শুরু হবে।

মাদকাসক্তি নিরাময় ও পূর্নবাসন কেন্দ্রে চিকিৎসাধীন মাহাফুজুর রহমানকে প্রতিষ্ঠানের পরিচালকের নির্দেশে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত মাহাফুজুর রহমানের পিতা চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার নারায়নপুর মোড়ের বাসিন্দা মনিরুজ্জামান বাদি হয়ে রবিবার দুপুরে কোতয়ালী থানায় মামলা করেন। মামলায় ওই প্রতিষ্ঠানের পরচিালক মাসুদ করিম ও আশরাফুল কবিরসহ ১৪ জনকে আসামি করা হয়।

পুলিশ ২৩ মে অভিযান চালিয়ে মামলার ১৪ জন আসামিকে আটক করে। আটককৃতদের মধ্যে তিনজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। আর বাকি ১১ জনকে রিমান্ডের আবেদন করে। আগামী ২৭ মে রিমান্ডের শুনানি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়