শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৮:৩৩ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে ঘূর্ণিঝড় যশ এর প্রভাবে পানি ঢুকে বাড়ি ঘড় প্লাবিত মঠবাড়িয়ায় বেড়িবাঁধ ভাঙ্গন

খেলাফত খসরু : [২] ঘূর্ণিঝড় যশ ও পূণিমার প্রভাবে পিরোজপুরের জেলার মঠবাড়িয়া, স্বরুপকাঠি, ইন্দুরকানী,কাউখালী উপজেলার নিম্নাঞ্চল জোয়ারের পানি ঢুকে বাড়ি ঘড় প্লাবিত হয়েছে।

[৩] স¦াভাবিক জোয়ারের চেয়ে ৫/৬ ফুট পানি বেশি হওয়া এসব এলাকা প্লাবিত হয়েছে।সোমবার রাত থেকে থেমে থেমে দমকা হাওয়া ও ঝড়ো বৃষ্টি বইতে শুরু করেছে। মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় যশ তান্ডবে মাঝের চরের তিনটি স্থানের বেড়িবাধ ভেঙে নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

[৪] জানা গেছে, উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের বলেশ^র নদীর মাঝ খানের ক্ষুদ্র দ্বীপ মাঝের চর পানিতে প্লাবিত হয়ে গেছে। তাদের রান্না-বারা বন্ধ হয়ে গেছে ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেকেই গৃহ পালিত পশু নিযে বিপাকে পরে দৌড়-ঝাপ করছেন্।

[৫] মাঝের চরের বাসিন্দা এমাদুল হক জানান, স্বাভাবিক জোয়ারে চেয়ে প্রায় ৬ ফুট পানি বেশী হওয়ায় ও নতুন বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় ইতোমধ্যে মাঝের চর পানিতে প্লাবিত হয়ে গেছে। রান্না-বারা বন্ধ ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তারা প্রশাসনের কাছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির দাবি করেছেন। তিনি আরও জানান, প্রশাসনের নির্দেশ পাবার পর স্ব-স্ব উদ্যোগে নারী ও শিশুদের আশ্রয় কেন্দ্রে ওঠানো হয়েছে।

[৬] জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, পিরোজপুর জেলায় ঘুর্ণিঝড় যশ মোকাবেলায় ৫৫৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে। এর মধ্যে ২৩৫টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৩২২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে।

[৭] এছাড়াও প্রয়োজনে আরো শিক্ষা প্রতিষ্ঠানের পাকা ভবনগুলোও আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এসব আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত পানি ও আলোর ব্যবস্থা রাখা হবে। আসন্ন ঝড় মোকাবিলা করতে ওয়ার্ড পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

[৮] ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার তৎপরতা চালাতে সিপিপি, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট, জেলা ও উপজেলা প্রশাসনসহ পুলিশ সদস্যরা সব ধরনের পর্যাপ্ত যানবাহন প্রস্তুত রেখেছে। ঘূর্ণিঝড় শুরুর আগেই সবাইকে নিকটবর্তী সাইক্লোন সেল্টারসহ নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং করা হচ্ছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়