রাকিবুল রিফাত: [২] আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের পরমাণু স্থাপনা পর্যবেক্ষণ করতে দেওয়া হবে না বলে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিবিসি
[৩] সোমবার এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় জানিয়েছে, ভিয়েনা আলোচনাকে আরো বেশি কার্যকরী করার জন্যে এক মাসের জন্য পর্যবেক্ষণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
[৪] এর ফলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আগামী ২৪ জুন পর্যন্ত ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন এবং এগুলোতে থাকা ক্যামেরার সাহায্যে প্রয়োজনীয় ছবি ও ভিডিও করতে পারবে। এর আগে ইরান জানায় চুক্তিতে থাকা অন্য দেশগুলো শর্তের প্রতি শ্রদ্ধাশীল না থাকলে ইরানও শর্ত মানতে বাধ্য নয়। সম্পাদনা : রাশিদ