শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ১২:৫৬ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত

নুরনবী সরকার:[২] লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ'র গুলিতে মিলন ইসলাম(২৬) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

[৩] গুলিবিদ্ধ আহত মিলন ইসলাম আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী এলাকার রাজা মিয়ার ছেলে। উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় তাকে লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওই হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আরিফুজ্জামান।

[৪] লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় সীমান্ত সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলার এলাকার চওড়াটারী বজলার দিঘী সীমান্ত পথে মিলন হোসেন সহ ৫/৬ জন চোরাকারবারী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় গরু আনতে গেলে কোচবিহার ১০০ বিএসএফ ব্যাটালিয়নের পদ্ম ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে কোমড়ের পেছনে গুলিবিদ্ধ হন মিলন হোসেন। এসময় মিলনের সঙ্গীরা তাকে উদ্ধার করে পালিয়ে আসে।

[৫] লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আরিফুজ্জামান বলেন, গুলিবিদ্ধ মিলন হোসেনের শারীরিক অবস্থা আশঙ্কা জনক।

[৬] উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এসএম তৌহিদুল ইসলাম এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়