শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৪:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় ৭ আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট

আসাদুজ্জামান, মহসীন কবীর : [২] ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় দন্ডিত ৫০ আসামির মধ্যে ৭ জন জামিন লাভ করেছেন। মঙ্গলবার হাইকোর্ট থেকে তারা জামিন লাভ করেন।

[৩] জামিনপ্রাপ্তরা হলেন, সাতক্ষীরা জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. আব্দুস সাত্তার, গোলাম রসুল, আব্দুস সামাদ, জহিরুল ইসলাম, আব্দুর রাকিব, শাহাবুদ্দিন ও মনিরুল ইসলাম। এর আগে সোমবার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ৫০ জনের মধ্যে ১৮ জনের জামিনের ওপর শুনানি শেষে এই রায় দেওয়া হয়।

[৪] সরকারপক্ষে এই মামলা পরিচালনা করেন এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত এটর্নি জেনারেল এসএম মুনীর, ডেপুটি এটর্নি জেনারেল ইয়াহিয়া দুলাল ও সহকারী এটর্নি জেনারেল শাহীন মৃধা। অপরদিকে আসামীপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও গাজী মহসীন।

[৫] উল্লেখ্য যে, সাতক্ষীরার কলারোয়ার একজন ধর্ষিতা মুক্তিযোদ্ধা পত্নীকে হাসপাতালে দেখে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা তার গাড়িবহর নিয়ে মাগুরা যাচ্ছিলেন। কলারোয়া বাজারে পৌছালে তার প্রাননাশ চেষ্টায় হামলার ঘটনা ঘটে। এসময় গুলি ও বোমা বিস্ফোরনেরও অভিযোগ ওঠে।

[৬] এ সংক্রান্ত মামলায় কয়েকটি আদালত ঘুরে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবির মামলার প্রধান আসামী তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব সহ ৫০ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তারা সবাই কারাগারে আটক রয়েছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়