শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:৪৬ রাত
আপডেট : ২৫ মে, ২০২১, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে সমকামি গ্রুপ খুলে সর্বস্ব লুটে নেওয়ার নতুন কৌশল, আটক চক্রের দুইজন

রাজু চৌধুরী:চট্টগ্রাম নগরীতে সমকামিতার ফাঁদে ফেলে প্রতারণার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ মে) চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ জানায়, রবিবার বিকেলে নগরের কোতোয়ালী থানার হোটেল এভিনিউ এর দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ চক্রের আরও ৪ সদস্য পলাতক রয়েছে বলেও জানায় পুলিশ। গ্রেফতারকৃত প্রতারকরা হলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মাষ্টার বঙ্কিম চন্দ্র বড়ুয়া বাড়ীর সৌমেন বড়ুয়ার ছেলে অর্পণ বড়ুয়া (১৭) ও পটিয়া উপজেলার বলির বাড়ীর মো. জাহাঙ্গীর আলমের ছেলে রাকিবুল ইসলাম প্রকাশ আলিফ (১৬)।

পুলিশ জানায়, ভুক্তভোগী নিজাম উদ্দিন প্রায় এক সপ্তাহ আগে ফেসবুকের মাধ্যমে ‘চিটাগাং গে কমুনিকেশন’ নামে একটি গ্রুপে যুক্ত হন। গ্রুপে মেসেঞ্জার চ্যাটিংয়ের মাধ্যমে  অর্নব বড়ুয়ার সাথে তার যোগাযোগ হয়। অর্নব তাকে নগরের কাজীর দেউরী শিশু পার্কের সামনে সরাসরি দেখা করতে বলে। ভুক্তভোগী সেখানে দেখা করতে গেলে অর্নবের ইশারায় আসামি রাকিবসহ আরও চারজন এসে নিজাম উদ্দিনকে আটকে ছেলে বলাৎকারের (সমকামিতা) মিথ্যা অপবাদ দেয়। তাকে চড়-থাপ্পড় মারতে থাকে এবং পকেটে থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তারপর তার স্ত্রীকে ফোন করে দশ হাজার টাকা দাবি করে সংঘবদ্ধ এই চক্র।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, এই প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রথমে বন্ধুত্ব তারপর সমকামীতার ফাঁদ একপর্যায়ে কেড়ে নেয় সর্বস্ব। পরিস্থিতি বুঝে জিম্মি করে পরিবারের কাছে নগদ অর্থ আদায় করে। আবার তাদের কথা মতো টাকা দিতে না পারলে শারীরিক নির্যাতনও চালায়। এই চক্রের কাছে প্রতারণার স্বীকার হন নিজাম উদ্দিন নামে এক ভুক্তভোগী।

‘তিনি আরও বলেন, তারা ওই ব্যক্তিকে দেখা করার নামে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে কথাবার্তা বলতে থাকে।  ইশারার পেয়ে প্রতারক চক্রের অন্য সদস্যরা সেখানে এসে মিথ্যা সমকামিতার অপবাদ দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে সর্বস্ব লুটে নেয়।’ তিনি আরও বলেন, ‘নগদ অর্থ না পেলে ভুক্তভোগীকে আটকে রেখে পরিবারের কাছে টাকা দাবি করে। টাকা দিতে দেরি করলে তারা নিজাম উদ্দিনকে মারধর করে চলে যায়। এই চক্রের এ ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার

করেছে পুলিশ। পলাতক সকল  সদস্যদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি নেজাম উদ্দীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়