শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৯:১১ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ০৯:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ আটক ২

সুজন কৈরী: [২] রাজধানীর নিউ মার্কেট এলাকায় পৃথক অভিযান চালিয়ে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেন- ইলিয়াছ হোসেন (৩৬) ও আজগর ভূঁইয়া (২৮)।

[৩] র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ব্যাটালিয়নের একটি দল নীলক্ষেতের বাকুশাহ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের সদস্য ইলিয়াছকে আটক করে। তার কাছ থেকে ২৫টি ভুয়া সার্টিফিকেট, সিপিইউ, মনিটর, কীবোর্ড, মাউস ও মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

[৪] একই দিন র‌্যাব-১০ এর অপর একটি দল বাকুশাহ মার্কেট এলাকা থেকে জাল সনদ তৈরির অভিযোগে আজগরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪২টি ভুয়া সার্টিফিকেট, সিপিইউ, মনিটর, কীবোর্ড, প্রিন্টার, স্কেনার, মোবাইল ফোনসেট ও নগদ ২৮০ টাকা জব্দ করা হয়েছে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করছিলেন।

[৬] টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশাংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালাচ্ছিলেন।

[৭] আটকদের বিরেেুদ্ধ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়