শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৮:২২ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে বোনকে ইভটিজিংয়ে বাধা দেয়ায় ভাইকে পিটিয়ে আহত

মোতাহার খান : [২] কলেজ পড়ুয়া বোনকে ইভটিজিংয়ে বাধা দেয়ায় ভাইকে পিটিয়ে আহত ও মোটরসাইকেল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ মে )সকাল ১১টর দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ ঘটনা ঘটে।পরে এবিষয়ে কলেজ ছাত্রী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন। ইভটিজিংয়ের শিকার তরুণী আব্দুল আওয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

[৩] অভিযুক্তরা হলেন,উপজেলার আবদার গ্রামের আফির উদ্দিনের ছেলে মােঃ ইসরাফিল ( ২৩ ) , সাইফুল ইসলামের ছেলে সাকিব(২২),জৈনা বাজার এলাকার মােঃ আকাশ ( ২২ ) ,ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে মােঃ রাহুল ( ২২ ) , মুজিবরের ছেলে মােঃ সিয়াম ( ১৮ ), জৈনা বাজার ( কলেজ পাড়া ) এলাকার জহিরুল(২২), আরাফাত ( ১৯ ),মিজানের ছেলে ফারুক ( ২০ ), বুইন্দার নাতী আমান (১৯) ,কবিরের ছেলে হৃদয় ( ২০ ), অনিন্ড(১৯) ।

[৪] কলেজছাত্রীর বড় ভাই রুবেল হাসান জানান, বেশ কিছুদিন ধরে এলাকার কিছু বখাটে যুবক আমার কলেজ পড়ুয়া বোনকে উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জৈনা বাজার আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সামনের রাস্তায় বখাটেরা ঘুরাঘুরি করছিল এবং বিভিন্ন খারাপ মন্তব্য করে। এতে প্রতিবাদ করতে গেলে আমাকে পিটিয়ে আহত ও মোটরসাইকেল ভাংচুর করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে আমার বোনকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে।অভিযোগের পর চারদিন পেরুলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি এবং পুলিশ মামলা নেয়নি বলে জানিয়েছেন রুবেল।

[৫] এই বিষয়ে অভিযোগ তদন্তকারী শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক আমজাদ হোসেন অপরাধ হয়েছে সত্যতা স্বীকার করে জানান মামলা নেওয়ার মতো এমন কিছু ঘটনা ঘটেনি। আব্দুল আওয়াল কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখাটেদের হাতে ইভটিজিংয়ের শিকার ছাত্রীর পক্ষে কলেজ আছে এবং তিনি আইনি সহায়তা কামনা করেন।

[৬] এবিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগ তদন্তের জন্য একজন পুলিশ অফিসার কে দায়িত্ব দেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়