শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০১:১০ রাত
আপডেট : ২৪ মে, ২০২১, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ধর্ষ 'ধার্মিক চোর', রমজান মাসে চুরি করে না, থাকে নামাজ-রোজা নিয়ে! (ভিডিও ভাইরাল)

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে বেসরকারি একটি ব্যাংকে চুরির চেষ্টা এবং একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ২৮ লাখ টাকা চুরির অভিযোগে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যারা গ্রিল কাটে মাত্র এক মিনিটে। গত পাঁচ বছরে ঘটিয়েছে অন্তত তিনশত চুরির ঘটনা। এদেরকে ধার্মিক চোরও বলা যায়, কেননা তারা রমজান মাসে কোনো চুরি করে না, থাকে নামাজ ও রোজা নিয়ে।

শনিবার ভোর রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনি ও নগরীর পুরাতন রেল স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- মো. মনির হোসেন (৪০), মো. মাহফুজ (৩০) ও মনিরের স্ত্রী খুকু মনি (২৮)।

পুলিশ জানায়, গত ১৯ মে নগরীর জুবলী রোড এলাকায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চুরির চেষ্টা এবং বাংলাদেশ সাপ্লাইয়ার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে সাড়ে ২৭ লাখ টাকা চুরির মামলার তদন্ত করতে গিয়ে মাহফুজ (৩০) নামে এক সিএনজি অটো রিকশাচালককে গ্রেপ্তার করা হয়।

[video width="480" height="360" mp4="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/05/22222_1_2_1.mp4" poster="https://www.amadershomoy.com/bn/wp-content/uploads/2021/05/1002-3.jpg"][/video]

তার থেকে তথ্য নিয়ে গ্রেপ্তার করা হয় মনিরকে। পরে আকবর শাহ থানার বিশ্ব কলোনির শান্তিনগর জি ব্লকে মনিরের বাসায় তল্লাশি চালিয়ে চুরি করা ২৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

শনিবার চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক সংবাদ সম্মেলনে জানান, গত ১৯ মে নগরীর জুবলী রোডে আমাফা সেন্টার নামে একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চুরির চেষ্টা এবং চতুর্থ তলার বাংলাদেশ সাপ্লাইয়ার্স নামে যন্ত্রপাতি বিক্রির প্রতিষ্ঠানে চুরির অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়।

১৮ মে সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন ভোরের মধ্যে এ চুরি ও চুরির চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানানো হয় মামলায়।

উপ-কমিশনার বিজয় বসাক জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরের ছবি শনাক্তের পর শুক্রবার রাতে নগরীর পুরাতন রেল স্টেশনের পার্কিং এলাকা থেকে অটোরিকশার চালক মাহফুজকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে মাহফুজ জানান, ১৮ মে গভীর রাতে মনির হোসেন এ চুরির ঘটনা ঘটিয়েছেন এবং তার অটোরিকশায় করে মাহফুজ সেখানে যান এবং চুরি শেষে বাসায় ফেরেন। এ তথ্যের ভিত্তিতে মনিরের বাসায় অভিযান চালানো হয়।

মনিরের চুরির বর্ণনা দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা বিজয় বসাক বলেন, “মনির কোন বাসা বাড়িতে চুরি করে না। বিভিন্ন ধরনের অফিস টার্গেট করে চুরি করে সে। ভবনের পেছনে পানি কিংবা বাথরুমের পাইপ দিয়ে ভবনে উঠেগ্রিল ভেঙে প্রতিষ্ঠানে ঢোকে। এরপর সে সিসি ক্যামেরার অবস্থান নিশ্চিত হয়ে ডিভিআরটি (ডিজিটাল ভিডিও রেকর্ডার) খুলে ফেলে এবং পানিতে চুবিয়ে তা নষ্ট করে ফেলে।”

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, “১৮ তারিখ গভীর রাতে জুবলী রোডে আমাফা সেন্টারের পাইপ বেয়ে উঠে জানালার গ্রিল ভেঙে তৃতীয় তলায় প্রবেশ করে মনির। ওই প্রতিষ্ঠানটি যে ব্যাংক ছিল সেটা তার জানা ছিল না। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে প্রবেশ করেই সে সিসি ক্যামেরার ডিভিআর বিকল করে ফেলে। কিন্তু লকার ভাঙতে না পেরে সে ব্যাংক থেকে টাকা চুরি করতে পারেনি।

“পরে উপরের তলায় বাংলাদেশ সাপ্লাইয়ার্সে প্রবেশ করে। সেখানে প্রবেশ করে প্রথমে একটি কক্ষের গ্রিল কাটে। সেখানে টাকা-পয়সা না পেয়ে গ্রিল ভেঙে আরেকটি কক্ষে প্রবেশ করে। যেখান থেকে সাড়ে ২৭ লাখ টাকা চুরি করে নিয়ে যায়।”

বাংলাদেশ সাপ্লায়ার্সের মালিক কাইজার আবুওয়ালা সাংবাদিকদের জানান, ১৮ মে ঈদের ছুটির পর প্রথম দিন অফিসে যান তিনি। বিকাল ৪টার পর অফিস বন্ধ করে বাসায় ফিরেন। পরদিন সকালে চুরির ঘটনা জানতে পারেন।

এত টাকা ব্যাংকে না রেখে প্রতিষ্ঠানে কেন?- সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাইজার আবুওয়ালা বলেন, ঈদের আগের কর্মদিবসে ব্যাংকে ভিড় এবং ঈদের ‍ছুটির কারণে টাকা জমা দিতে পারেননি তিনি।

সূত্র- যমুনা টিভি ও বিডিনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়