নিজস্ব প্রতিবেদক : [২] ১৫০ বলে শ্রীলঙ্কার দরকার ১৫৮ রান। হাতে আছে ৫ উইকেট। ক্রিজে থিতু হওয়া কুশল মেন্ডিসকে সাজঘরে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার মেহেদী হাসান মিরাজ ফেরান কুশল পেরেরাকে। আউট হওয়ার আগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩০ রান আসে পেরেরার ব্যাট থেকে। মিরাজের বল কাট করতে গিয়ে ব্যর্থ হন লঙ্কান অধিনায়ক; সরাসরি আঘাত হানে উইকেটে। এরপরের ওভারেই মিরাজ ধনাঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করে ফেরান সাজঘরে। তার টানা তৃতীয় আঘাতে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় লঙ্কানেরা।
এর আগে মোস্তাফিজুর ও সাকিব আরো দুটি উইকেট তুলে নেয়।
[৩]সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ২৬ ওভারে ১০০/৫ (আশেন বান্দারা ২*, দাশুন শানাকা ২*); বাংলাদেশ: ২৫৭/৬, ৫০ ওভার
আপনার মতামত লিখুন :