শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৫:১৫ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৫:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনা রোগী, তথ্য গোপন করছে বহু দেশ, অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

সুমাইয়া ঐশী: [৩] বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত তথ্যের হিসাব অনুযায়ী ওয়ার্ল্ডোমিটার বলছে, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৪ লাখ মানুষ। সর্বশেষ ২৩ মে পর্যন্ত এ সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৪ লাখ ৬৯ হাজার ১৫ জনে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি, মৃত্যুর প্রকৃত সংখ্যা ৮০ লাখের কাছাকাছি। আনন্দবাজার

[৪] সম্প্রতি বার্ষিক ওয়ার্ল্ড হেলথ স্ট্যাটিসটিক্স রিপোর্ট প্রকাশ করেছে হু। রিপোর্টে দেখা গেছে, ২০২০ সালে সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছিলো ১৮ লাখ। তবে প্রকৃতপক্ষে ঐ বছরই প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয়েছিলো বলে উল্লেখ করা হয়। অর্থাৎ সবমিলিয়ে ১২ লাখ মৃত্যুর তথ্য গোপন করেছে বিশ্বের বিভিন্ন দেশ। চলতি বছর এ সংখ্যা আরও বেশি।

[৫] ওয়ার্ল্ডোমিটারের হিসাবে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৮০ লাখ ১ হাজার ২৬৮ জন। বর্তমানে সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ১৬ কোটি ৭০ লাখ ৬০ হাজার ২৩৫ জন। সবচেয়ে বেশি রোগী এখন যুক্তরাষ্ট্রে। এরপরই সংক্রমণের হার বেশি ভারতে। যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩৩৩। অন্যদিকে, ভারতে মোট করোনা শনাক্ত হয়েছেন ২ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ১৩২ জন।

[৬] সমস্ত বিশ্বে করোনা সংক্রমণের হিসেবে শীর্ষ পাঁচটি দেশ হলো যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ফ্রান্স ও তুরস্ক। এরপরই অবস্থান রাশিয়া এবং যুক্তরাজ্যের। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩ তম, পাকিস্তান আছে ২৯ নম্বরে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়