শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৪:০৮ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০৪:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলের বুকে চলতে শুরু করেছে চীনের মহাকাশযান ঝুরং, লাল গ্রহে প্রাণের সন্ধান শুরু

সুমাইয়া ঐশী: [২] গত সপ্তাহে মঙ্গলে অবতরণ করে চীনের এই রোভার। যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে অভিযান পরিচালনা করছে দেশটি। এর আগে সেখানে পৌঁছে পৃথিবীতে প্রথম লাল গ্রহের ছবি পাঠায় ঝুরং। এবারে মূল অভিযানে লেগে পড়লো মহাকাশযানটি। বিবিসি, আল জাজিরা, রয়টার্স

[৩] মঙ্গলে ঝুরঙের প্রধান কাজ হবে সেই গ্রহের পাথর ও আবহাওয়া নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করা। এছাড়া মঙ্গলে প্রাণের খোঁজেও কাজ করবে মহাকাশযানটি। এর আগে একটি অরবিটার, ল্যান্ডার এবং রোভারের সমন্বয়ে চীনের তাইওয়ান-১ মিশন গত বছরের জুলাই মাসে গ্রহটিতে অবতরণ করে।

[৪] এনিয়ে এই মিশনের ডেপুটি চিফ কমান্ডার ঝ্যাং ইয়ুহুয়া বলেন, পৃথিবীর সময়ের হিসাবে ৯২ দিন এবং মঙ্গলের হিসাবে ৯০ দিন ধরে অভিযান পরিচালনা করবে ঝুরং এবং অরবিটারের সাহায্যে সেসব তথ্য পৃথিবীতে পাঠাবে।

[৫] তিনি আরও বলেন, মঙ্গলের হিসেবে প্রায় এক বছর ধরে চলবে এই অভিযান। এই সময়ের মধ্যে আশা করি গ্রহটির আবহাওয়া, মাটির গঠন সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবো আমরা। সেখান থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আরও নতুন কোনও বিষয় তুলে ধরতে পারবো।

[৬] চীনের রোবটটির নামকরণ করা হয়েছে দেশটির পৌরানিক এক অগ্নি দেবতার নামানুসারে। সৌর চালিত এই মহাকাশযানটির ওজন ২৪০ কেজি। ছয় চাকাযুক্ত রোভারটি মঙ্গলের উত্তর গোলার্ধের ইউটোপিয়া প্লানিটিয়া নামের অঞ্চলে অনুসন্ধান চালাবে। ১৯৭৬ সালে এই অঞ্চলেই নাসার ভাইকিং মিশন-২ রোভারটি অবতরণ করেছিলো। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়