শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ১২:৩৬ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনে ভাঙ্গারির দোকানদার রাতে পেশাদার চোর, আটক ৩

রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা এলাকার জুবিলী রোডের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চুরির চেষ্টা এবং একই ভবনে বাংলাদেশ সাপ্লাইয়ার্স নামক অফিসের ২৭ লাখ ৫০ হাজার টাকা চুরির ঘটনায় নারী সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

[৩] শনিবার (২২ মে) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার বিজয় বসাক এই ব্যাপারে বিস্তারিত জানান।

[৪] উপ-কমিশনার বিজয় বসাক বলেন, গত বুধবার জুবলী রোড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাখা এবং একই ভবনের ৪র্থ তলার বাংলাদেশ সাপ্লাইয়ার্স অফিসের ভিতরে চুরির ঘটনার অভিযোগের তদন্তে নেমে শুক্রবার (২১ মে) রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশনস্থ গাউছিয়া সাইকেল মার্টের বিপরীত পাশে গ্রামীণ মাঠের প্রবেশমুখে রাস্তার জড়িত সিএনজি অটোরিকশা ড্রাইভার মাহফুজকে (৩০) তার সাথে থাকা নগদ ৫ হাজার টাকা ও ২টি চাপাতিসহ গ্রেফতার করা হয়।

[৫] গ্রেফতারকৃত মাহফুজের দেওয়়া তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৩টার দিকে আকবরশাহ এলাকার বিশ্বকলোনি কাঁচাবাজার টাংকি পাহাড় থেকে মো.মনির হোসেন ও খুকি বেগমকে আটক করে পুলিশ। এসময় তার হেফাজতে থাকা চোরাইকৃত ২৭ লাখ টাকা ও চোরাইকাজে ব্যবহৃত ১টি রেঞ্জ উদ্ধার করা হয়।

[৬] গ্রেফতারকৃতরা হলেন- টাংকি পাহাড় শান্তিনগর জি-ব্লক এর মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো.মনির হোসেন ও তার স্ত্রী খুকু মনি প্রকাশ খুকি বেগম (২৮), চাঁদপুর জেলার কচুয়া থানার চাঁনপাড়া ৩ নম্বর ওয়ার্ড আনাজি বাড়ির মো. আজিজের ছেলে মো. মাহফুজ।

[৭] উপকমিশনার বিজয় বসাক আরো বলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শাখার ভিতরে প্রবেশ করে কর্মকর্তারা দেখেন, জানালার লোহার গ্রীল কাটা তবে ব্যাংকের মধ্যে চোর ঢুকলেও কোনও মালামাল বা টাকা-পয়সা চুরি হয়নি। সেই ভবনের ৪র্থ তলার বাংলাদেশ সাপ্লাইয়ার্স অফিসের ভিতরে ২টি জানালার গ্রীল কাটা এবং অফিস কক্ষের ভিতরের লোহার সিন্ধুক ও আলমারির ড্রয়ার খোলা ছিল। সিন্ধুকের ড্রয়ারের ভিতর ব্যবসার নগদ ২৭ লাখ ৫০ হাজার টাকা চুরি হয়।

[৮] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন জানান, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টা হতে ভোর ৬টার মধ্যবর্তী সময়ে এই চুরি সংঘটিত হয় বলে জানায় পুলিশ। গ্রেফতার হওয়া মো.মনির হোসেন একজন পেশাদার চোর। তিনি দীর্ঘ ৭ বছর ধরে চুরি পেশায় জড়িত। এসময়ে প্রায় ২০০ থেকে ২৫০টি চুরি করেছেন।

[৯] সিসিটিভি ডিভিআর বালতির পানিতে চুবিয়ে রাখত। এই কৌশল ব্যবহার করে ধরা না পড়লেও এবার তারা কৌশল প্রয়োগ করতে ভুল করে এবং সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাদের, চুরির পাশাপাশি বিশ্বকলোনি শাপলা গ্যাসলাইন এলাকায় তার একটি ভাঙ্গারির দোকান আছে।

[১০] প্রতিদিন রাত ১১টার পরে চুরি করতে তার ব্যক্তিগত সিএনজি ড্রাইভার মাহফুজকে নিয়ে বের হয়। পুলিশকে জানায়, অন্ধকার দেখে সে এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে বিভিন্ন অফিসের পিছনের রাস্তা দিয়ে পাইপ বেয়ে ওপরে উঠে জানালার গ্রীল কেটে চুরি করে। আন্তঃজেলা চোর আমির মো. মনির হোসেন তার আপন বড় ভাই। আমির গত ফেব্রুয়ারি মাসে মৃত্যুবরণ করেছে।

[১১] গত বৃহস্পতিবার চুরির টাকা দিয়ে বড়ভাই আমিরের জিয়াফতের আয়োজন করেছিল বলে জানায় মনির হোসেন। তাদের বিরুদ্ধে থানায় ২টি মামলা করা হয়েছে। আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে আকবরশাহ ও খুলশী থানায় আরও দুটি মামলা রয়েছে।

[১২] সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কোতোয়ালী জোনের এসি মো.মুজাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কবির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো.জাবেদ উল ইসলাম, উপপরিদর্শক এসআই মো.মোমিনুল হাসান, এসআই সুকান্ত চৌধুরী, এসআই মোহাম্মদ আইয়ুব উদ্দিন, এসআই মৃণাল কান্তি মজুমদার, এসআই মো. রবিউল ইসলাম, এএসআই অনুপ কুমার বিশ্বাস, এএসআই সাইফুল আলম প্রমুখ।
Attachments area

  • সর্বশেষ
  • জনপ্রিয়