শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকরাসহ আসামী ছিনতাই

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হাতকরাসহ পুলিশের কাছ থেকে আশরাফুল ইসলাম(২৫) নামে এক আসামীকে ছিনিয়ে নিয়েছে আসামীর আত্নীয়-স্বজনরা।

[৩] শনিবার (২২ মে) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পলাতক আসামী ওই এলাকার আক্কাস আলীর ছেলে।

[৪] কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, মোটর সাইকেল চুরি চক্রের হোতা আশরাফুল ইসলাম। চুরি সংক্রান্ত ঘটনায় তার বিরুদ্ধে নীলফামারী ও লালমনিরহাটে ৩/৪টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ওয়ারেন্ট জারি করেন আদালত। সেই ওয়ারেন্টমুলে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী লতাবর বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এরপর তাকে নিয়ে আসার সময় আসামীর আত্নীয়-স্বজনরা পুলিশের উপর চড়াও হয়ে আসামী আশরাফুলকে হাতকরাসহ ছিনিয়ে নেয়।

[৫] খবর পেয়ে ঘটনাস্থলে আরও পুলিশ ফোর্স পাঠানো হলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) তাকে পুনরায় গ্রেফতার বা হাতকরা উদ্ধার করতে পারেনি পুলিশ। তাকে গ্রেফতার ও হাতকরা উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। আসামী ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়