শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ১০:৩৭ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত করোনা রোগী ভর্তি ২২ হাজার ৩৬০, মৃত্যু হয়েছে ৯৫৫ জনের

শাহীন খন্দকার: [২] ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক আরও বলেন, ২০২০ সালের মে মাসের ২ তারিখে করোনা আক্রান্ত রোগীদের জন্য ২৫০ শয্যা নিয়ে কোভিড১৯ ইউনিট চালু করা হয়। বর্তমানে ৮৪৪ শয্যার কোভিড ওর্য়াড চালু রয়েছে,ভর্তি রোগীদের মধ্যে পুরুষ ১২৬৬৯ জন আর নারী ৯৬৯১ জন।

[৩] এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৩ হাজার ৫৫৮ জন। এদিকে ঢামেক হাসপাতাল থেকে এপর্যন্ত কিছু করোনা রোগী পালানোর খবরসহ চিকিৎসকের অনুমতি নিয়ে নিজ বাড়িতে আইসোলেশনে গেছে বলে হাসপাতাল সূত্রে জানান।

[৪] পরিচালক বলেন,হাসপাতালে বার্ন ইউনিটকে সর্ম্পন্ন আলাদা শিশু করোনা ইউনিট করা হয়েছে। সেখানে এপর্যন্ত শিশু ভর্তি এসডিওতে ৪৬৫ এছাড়া কেবিনে ছিলো ১২ জন, এবং শিশু ওয়ার্ডে ৫৯০ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪৮৬ জন শিশু। মারা গেছেন ২৮ জন।

[৫] নার্সিং সুপারেনটেনডেণ্ট শিখা বিশ্বাস বলেন, ঢামেকে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে এপর্যন্ত ৭৫০ এর অধিক নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন খাদিজা,শিরীন পারভিন, মিনারা ও শাহিদা আক্তার এই ৪ জন। এদের মধ্যে শাহিদা আক্তারের পরিবারকে সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। বাকি তিনজনের অনুদান প্রক্রিয়াধীন রয়েছে বলে জানালেন তিনি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়