শিরোনাম
◈ মুগদায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা ◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে কোভিড টিকার সচেতনতা বাড়াতে ডেটিং অ্যাপগুলো সক্রিয় হচ্ছে

রাশিদুল ইসলাম : [২] টিকাদান কর্মসূচিকে এবার অন্য মাত্রা দিচ্ছে বাইডেন প্রশাসন। ম্যাচ, টিন্ডার, বাম্বেলের মতো জনপ্রিয় অ্যাপ কিছুদিনের মধ্যেই টিকা দিতে মার্কিনীদের উদ্বুদ্ধ করতে সক্রিয় হচ্ছে। টাইমস অব ইন্ডিয়া

[৩] যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে বেশ কিছুটা এসেছে কোভিডের সংক্রমণ। অফিস, রেস্তোরাঁ, যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। সেই সঙ্গে থমকে থাকা ডেটিং পরিষেবাও নতুন করে সক্রিয় হচ্ছে। সামাজিক দূরত্ববিধি মানা, মাস্ক পরার গাইডলাইন এখনো মেনে চলতে হচ্ছে মার্কিন নাগরিকদের।

[৪] আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগেই দেশটির ৭০ শতাংশ প্রাপ্তবয়স্কদের অন্ততপক্ষে ভ্যাকসিনের একটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে হোয়াইট হাউজ। কিন্তু সরকারি পরিসংখ্যান বলছে, এই কর্মসূচির অন্যতম বাধা হচ্ছে, ভ্যাকসিন নিতে যুবক-যুবতীদের নেতিবাচক মনোভাব। তাদের অনেকেই টিকা নেওয়াকে গুরুত্ব দিয়ে দেখছে না। এর অন্যতম কারণ সচেতনতার অভাব।

[৫] এ কারণে আপাতত ডেটিং অ্যাপকেই পাখির চোখ করা হয়েছে। ম্যাচ, টিন্ডার খুলে ডানদিকে সোয়াইপ করলেই জানা যাবে পছন্দের মানুষটি ভ্যাকসিন নিয়েছেন কিনা। এর জন্য আবার অনেক সংস্থা আলাদা অফারও এনেছে। হোয়াইট হাউজের করোনা ভাইরাস উপদেষ্টা অ্যান্ডি স্লাভিট জানান, ডেটিং সাইট ওকেকিউপিড ইতিমধ্যে ব্যাবহারকারীদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দিতে চলেছে। কেউ প্রোফাইলে ভ্যাকসিন নিয়ে ফেলার তথ্য জানালেই তিনি তার উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী পাওয়ার ক্ষেত্রে বেশ খানিকটা অগ্রাধিকার পাবেন। স্লাভিটের বক্তব্য, নিউ নর্মালের নয়া নিয়ম। এখন আকর্ষণীয় দেখানোর একটাই মন্ত্র করোনার ভ্যাকসিন নেওয়া।

[৬] ডেটিং অ্যাপগুলিতে এবার থেকে ভ্যাকসিনেশনের স্ট্যাটাস জানান দেওয়ার ব্যাজ দেওয়া থাকবে। টিকা নেওয়া ব্যক্তিরা বুস্ট, সুপার লাইক, সুপার সোয়াইপের মতো প্রিমিয়াম সুযোগ-সুবিধা নিখরচায় উপভোগ করতে পারবেন। ইতিমধ্যে বিএলকে, চিসপা, ম্যাচ, টিন্ডার, বাম্বল এই উদ্যোগে নাম লিখিয়েছে। প্রাথমিক কর্মসূচি আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে এবং চলবে ৪ জুলাই পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়