শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে সেনা সদস্যকে হত্যার হুমকির অভিযোগে ৮ যুবক গ্রেপ্তার

রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদীর নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী এক সদস্যের সঙ্গে অশোভন আচরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ৮ যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শনিবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের পদ্মা নদীতীরবর্তী প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর গ্রামের রিপন হোসেন (২০), শাওন হাসান (২২), ফজলে রাব্বী (২০), বাপ্পী (২১), মোহাম্মদ মুন্না হোসেন (১৯), আসিফ হোসেন (২০), মনোয়ার হোসেন (২১) ও শান্ত মিয়া (২০)।

[৫] থানায় দেওয়া অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন এক সেনা সদস্য। এ সময় মোটরসাইকেলযোগে প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ারের কাছে অবৈধভাবে প্রবেশ করতে চাইছিলেন আট যুবক। তখন সেনাবাহিনীর সদস্য তাদের পরিচয় জিজ্ঞেস করে ও চলে যেতে অনুরোধ করে। ওই সময় সেনা সদস্য মোটরসাইকেল গুলোর কাগজপত্র দেখাতে বলেন। কিন্তু মোটরসাইকেলটির কোনও নম্বরপত্র ছিল না। পরে ওই যুবকেরা তাঁর ওপর উত্তেজিত হয়ে কাগজপত্র দেখাতে অস্বীকার করে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর ওই সেনা সদস্যকে লক্ষিকুন্ডা ইউনিয়নের ইট ভাটা এলাকায় নিয়ে কুপিয়ে হত্যার হুমকিসহ ভয় ভীতি দেখায় তাঁরা। পরে তিনি দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তখন প্রকল্প থেকে অতিরিক্ত সেনা সদস্যরা উপস্থিত হন। তাঁদের উপস্থিতি টের পেয়ে যুবকেরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যাওয়ার সময় আটক হয়। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোটরসাইকেল এবং নয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে রাতেই তাদের রূপপুর পুলিশ ফাঁড়ি পুলিশের কাছে উদ্ধারকৃত মালামালসহ হস্তান্তর করে।

[৬] রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টার দিকে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আটককৃতদের রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়