শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১১:৩৪ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্বামী আটক

জাহিদুল কবির: যশোরে বিয়ের সাড়ে তিন মাসের মাথায় পাঁচ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানষিক নির্যাতন এবং মারপিটের অভিযোাগে স্বামী ইফতেখার আহম্মেদকে আটক করেছে পুলিশ। ইফতেখার আহম্মেদ মণিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে বর্তমানে কিন্তু ইফতেখার যশোর শহরের বারান্দীপাড়া বটতলা খেজুরবাগান এলাকায় মামা বাড়ি থাকেন।

এই ঘটনায় ভিকটিমের মামা শফি মোহাম্মদ বাবুল ২১ মে শুক্রবার মামলা করেন। অন্য আসামিরা হলেন, যশোর শহরের বারান্দীপাড়া বটতলা খেজুরবাগান এলাকার আব্দুর রাজ্জাকের দুই ছেলে রায়হান খোকা ও বোরহান মাসুদ।

যশোর শহরের পূর্ব বারান্দী মোল্যাপাড়া শফি মোহাম্মদ বাবুল মামলা উল্লেখ করেন, তার বোনের মেয়ে মণিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে ফারজানা ইয়াসমিন শিফা যশোরের ওরিয়ন ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে চাকরি করেন। তিনি তার মামা পূর্ব বারান্দী মোল্যাপাড়া শফি মোহাম্মদ বাবুলের বাড়ি থাকেন। দুই বছর আগে ইফতেখার আহম্মেদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শিফা।

গত ১৪ ফেব্রুয়ারি দুই লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন। বেশ কিছুদিন ধরে এই মামলার অন্য দুই আসামি রায়হান ও বোরহানের কুপরামর্শে ইফতেখার তার স্ত্রী শিফার কাছে দুই পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক ও মানষিক নির্যাতন শুরু করেন। গত ১০ মে সকাল ১০টার দিকে হোটেলে দায়িত্ব পালনকালে তার স্বামী ইফতেখার সেখানে যান। হোটেলের পশ্চিমপাশে ডেকে নিয়ে পূর্বের দাবিকৃত যৌতুকের পাঁচ লাখ টাকা চান।

এসময় যৌতুক পারবেনা বলে জানানোর পরে শিফাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে তার স্বামী ইফতেখার সেখান থেকে চলে যান। গত ২১ মে রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানায় মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়